২০১৭ সালের উন্নাও ধর্ষণ মামলায় বিজেপি বিধায়ক সেঙ্গারকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিয়েছিল নিম্ন আদালত৷ প্রাক্তন বিজেপি বিধায়ক ইতিমধ্যেই সাত বছর পাঁচ মাস জেলে কাটিয়েছেন, এই যুক্তি দিয়ে তাঁর যাবজ্জীবন কারাবাসের শাস্তিতে স্থগিতাদেশ জারি করে দিল্লি হাইকোর্ট৷ নিজেকে নিরপরাধ দাবি করে সেঙ্গার যে আবেদন করেছেন, যতদিন না পর্যন্ত তার বিচারপ্রক্রিয়া শেষ হচ্ছে, ততদিন পর্যন্ত তাঁর কারাবাসের শাস্তির উপরে স্থগিতাদেশ বহাল থাকবে বলেও জানায় দিল্লি হাইকোর্ট৷
advertisement
দিল্লি হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশের পরই সিবিআই জানিয়েছিল, রায় খতিয়ে দেখার পরই শীর্ষ আদালতে এই নির্দেশকে চ্যালেঞ্জ করা হবে৷ শীর্ষ আদালতে যে তারা দিল্লি হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে মামলা করেছেন, এ দিন সিবিআই-এর মুখপাত্রই সেকথা জানিয়েছেন৷
সেঙ্গারকে জামিনের নির্দেশের প্রতিবাদে এ দিনই দিল্লি হাইকোর্টের বাইরে বিক্ষোভ দেখান বিভিন্ন নারী অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠনের সদস্যরা৷ বিক্ষোভকারীদের মধ্যে ছিলেন উন্নাও নির্যাতিতার মা-ও৷ তিনি বলেন, ‘আমি গোটা দিল্লি হাইকোর্টের বিরুদ্ধে কিছু বলছি না৷ কিন্তু যে দু জন বিচারপতি আমাদের বিশ্বাসকে ভেঙে দিয়েছেন, আমরা তাঁদের বিরুদ্ধে সরব হয়েছি৷ এই রায় আমাদের প্রতি অবিচার৷ আমরা সুপ্রিম কোর্টে আবেদন জানাব৷ সুপ্রিম কোর্টের উপরে আমাদের ভরসা আছে৷’
