TRENDING:

Cat: বিড়ালের কামড়ে মৃত ৭ বছরের শিশু! কামড়ানোর পর এই একটি কাজ না করায় বাঁচল না ছোট্ট প্রাণ...কুকুর, বিড়াল কামড়ালে কখনও এই ভুল করবেন না, এখনই জানুন

Last Updated:

Cat: বিড়ালের কামড়ে মৃত‍্যু হল সাত বছরের শিশুর। উত্তরাখণ্ডের হালদ্বানির ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তরাখণ্ড: বিড়ালের কামড়ে মৃত‍্যু হল সাত বছরের শিশুর। উত্তরাখণ্ডের হালদ্বানির ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। সূত্রের খবর, শিশুর দেহে জ্বর এবং হাইড্রোফোবিয়ার লক্ষ্মণ দেখা দেয়।
বিড়ালের কামড়ে মৃত ৭ বছরের শিশু! কামড়ানোর পর এই একটি কাজ না করায় বাঁচল না ছোট্ট প্রাণ...কুকুর, বিড়াল কামড়ালে কখনও এই ভুল করবেন না, এখনই জানুন
বিড়ালের কামড়ে মৃত ৭ বছরের শিশু! কামড়ানোর পর এই একটি কাজ না করায় বাঁচল না ছোট্ট প্রাণ...কুকুর, বিড়াল কামড়ালে কখনও এই ভুল করবেন না, এখনই জানুন
advertisement

জানা গিয়েছে, অসুস্থ অবস্থায় পার্শ্ববর্তী সুশীলা তিওয়ারি হাসপাতালে ভর্তি করা হয় শিশুকে। তবে অবস্থার অবনতি হওয়ায় তাকে বাঁচানো যায়নি। প্রাপ্ত তথ‍্য অনুযায়ী, বিড়াল কামড়ের পর সঠিক সময়ে রেবিজ ইনজেকশন না নেওয়ার কারণেই ঘটেছে এই মর্মান্তিক পরিণতি।

আরও পড়ুন: দরজা বন্ধ করে দিয়েছেন পাকিস্তানের সীমা হায়দার! উত্তর দিচ্ছেন না স্বামী সচিন, এবার কি পাকিস্তানে ফিরে যেতে হবে?

advertisement

সূত্রের খবর, প্রায় দুই মাস আগে মায়ের সঙ্গে দুধ আনতে যাওয়ার সময় রাস্তায় বিড়াল কামড়ায় শিশুটিকে। তখন পরিবারের সদস্যরা তাকে টিটেনাস ইনজেকশন দিয়েছিল কিন্তু অ্যান্টি রেবিজ ইনজেকশন দেয়নি। হাসপাতাল থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, কিছুদিন আগে কৃষ্ণর স্বাস্থ্যের অবনতি ঘটে। গত বুধবার জ্বর এবং হাইড্রোফোবিয়া (পানির ভয়) এর অভিযোগের পর পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে আসে।

advertisement

শিশু রোগ ইউনিটে তাকে ভর্তি করা হয়, কিন্তু স্বাস্থ্যে কোনও উন্নতি হয়নি। পরিবারের সদস্যরা তাকে ভাল চিকিৎসার জন্য AIIMS ঋষিকেশ নিয়ে যাওয়ার কথা বলে ডিসচার্জ করিয়ে নেয়। পথে তার স্বাস্থ্যের আরও অবনতি ঘটে এবং তারপর পরিবারের সদস্যরা তাকে আবার সুশীলা তিওয়ারি হাসপাতালে নিয়ে আসে, যেখানে চিকিৎসার সময় শিশুর মৃত‍্যু হয়।

advertisement

আরও পড়ুন: ভ‍্যাপসা গরম, দু’দিন যেতে না যেতেই কালো হয়ে যাচ্ছে কলা? এইভাবে রাখলে ৭ দিন পরেও দিব‍্যি থাকবে টাটকা

২৪ ঘণ্টার মধ্যে অ্যান্টি রেবিজ ইনজেকশন দেওয়া জরুরি হালদ্বানি মেডিকেল কলেজের অধ্যক্ষ ডঃ অরুণ জোশী বলেছেন যে যদি এটি নিশ্চিত হয় যে কোনো ব্যক্তির রেবিজ হয়েছে, তাহলে সারা বিশ্বে এর কোনো চিকিৎসা নেই। রেবিজ কুকুর, বিড়াল, শিয়াল, শেয়াল যেকোনও প্রাণী থেকে হতে পারে। প্রাণীর লালা কামড়ানো স্থানে লাগলে ব্যক্তির রক্ত সংক্রমিত হয়ে যায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

একইভাবে রেবিজ সংক্রমিত প্রাণীরও সাধারণত প্রায় ১০ দিনের মধ্যে মৃত্যু হয়। রেবিজ সংক্রমিত ব্যক্তির মধ্যে মাথাব্যথা, জ্বর, পেশীতে ব্যথা, জলের ভয় (হাইড্রোফোবিয়া) এবং অন্যান্য অস্বাভাবিক আচরণ দেখা যায়। প্রাণীর কামড়ানোর ২৪ ঘণ্টার মধ্যে অ্যান্টি রেবিজ ইনজেকশন দেওয়া জরুরি হয়। সাধারণত তিনটি ইনজেকশন দেওয়া হয়। যে প্রাণী কামড়েছে, যদি তারও ১০ দিনের মধ্যে মৃত্যু হয়, তাহলে পাঁচটি ইনজেকশন দেওয়া হয়।

বাংলা খবর/ খবর/দেশ/
Cat: বিড়ালের কামড়ে মৃত ৭ বছরের শিশু! কামড়ানোর পর এই একটি কাজ না করায় বাঁচল না ছোট্ট প্রাণ...কুকুর, বিড়াল কামড়ালে কখনও এই ভুল করবেন না, এখনই জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল