TRENDING:

Cashless treatment of accident: কেন্দ্রের বিরাট পদক্ষেপ! দুর্ঘটনায় আহতদের নগদহীন চিকিৎসার সুবিধা দেবে সরকার

Last Updated:

বিশ্বের মধ‍্যে সবচেয়ে বেশি সংখ্যক পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ভারতে। তার বড় কারণ চিকিৎসায় বিলম্ব। এবার সেই সমস‍্যা রুখতে পদক্ষেপ নিল সড়ক পরিবহন ও  হাইওয়ে মন্ত্রক (MoRTH)।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়া দিল্লিঃ বিশ্বের মধ‍্যে সবচেয়ে বেশি সংখ্যক পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ভারতে। তার বড় কারণ চিকিৎসায় বিলম্ব। এবার সেই সমস‍্যা রুখতে পদক্ষেপ নিল সড়ক পরিবহন ও  হাইওয়ে মন্ত্রক (MoRTH)। তিন থেকে চার মাসের মধ্যে সারা দেশে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের বিনামূল্যে এবং নগদবিহীন চিকিৎসার সুবিধা চালু করার পরিকল্পনা করছে।
কেন্দ্রের বিরাট পদক্ষেপ!
কেন্দ্রের বিরাট পদক্ষেপ!
advertisement

আরও পড়ুনঃ ইউজিসি-র বিরাট নির্দেশ, এবার কলেজ-বিশ্ববিদ‍্যালয়ে তৈরি হবে ‘সেলফি পয়েন্ট’! তাজ্জব করা কারণ

সোমবার সড়ক পরিবহন ও  হাইওয়ে মন্ত্রক সচিব অনুরাগ জৈন ইনস্টিটিউট অফ রোড ট্রাফিক এডুকেশন (আইআরটিই) -এর আয়োজিত একটি উদ্বোধনী অনুষ্ঠানে ঘোষণা করেন এই পদক্ষেপের। তিনি বলেন, ‘বিনামূল্যে এবং নগদবিহীন চিকিৎসার নিয়ম মোটরযান আইনে অন্তর্ভুক্ত। কিছু রাজ্যে এই নিয়ম মানা হচ্ছে। কিন্তু এখনও সময় এসেছে গোটা দেশে তা বাস্তবায়নের। তাই, ইতিমধ‍্যে আমরা সারা দেশে নগদবিহীন চিকিৎসা ব্যবস্থা বাস্তবায়নের জন্য স্বাস্থ্য ও পরিবার মন্ত্রকের কাছে আবেদন জানিয়েছি।’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সড়ক সচিব বলেন, শিক্ষা ও সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতনতার জন্য, কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক স্কুল ও কলেজের পাঠ্যক্রমের অংশ হিসেবে সড়ক নিরাপত্তাকে শীঘ্রই অন্তর্ভুক্ত করতে সম্মত হয়েছে। তিনি বলেছেন, ‘সিট বেল্ট রিমাইন্ডার এবং যানবাহনের প্রযুক্তিগত পরিবর্তন সম্পর্কে ছাত্র-ছাত্রীদের জানা দরকার।’

বাংলা খবর/ খবর/দেশ/
Cashless treatment of accident: কেন্দ্রের বিরাট পদক্ষেপ! দুর্ঘটনায় আহতদের নগদহীন চিকিৎসার সুবিধা দেবে সরকার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল