TRENDING:

Cashew Nuts Price: কোলেস্টেরল কমাতে অব্যর্থ কাজু! দামি বলে কিনছেন না? কোথায় পাবেন ২০ টাকায় ১ কেজি

Last Updated:

Cashew Nuts Price: এমনিতে বাজারে যে কাজুবাদাম পাওয়া যায়, তার মূল্য কেজি প্রতি প্রায় ৮০০ থেকে ১০০০ টাকা। অথচ ভারতেরই এক গ্রামে অত্যন্ত কম দামে মেলে কাজুবাদাম।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আমাদের দেশে দামি ফলগুলির মধ্যে অন্যতম হল কাজুবাদাম। খাবারের স্বাদ, গন্ধ ও গুণমান বাড়ানোর জন্য এই শুষ্ক ফল অপরিহার্য। রান্নায় তো ব্যবহার করা হয় ঠিকই, কিন্তু কাজুবাদাম আবার স্ন্যাকস হিসেবেও খাওয়া যেতে পারে। খিদের মুখে কয়েকটা কাজুবাদাম মুখে পুরে নিলে খিদে তো মিটবেই, সেই সঙ্গে রসনাতৃপ্তিও হবে। আর সবথেকে বড় কথা হল, কাজুবাদাম আমাদের স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত উপযোগী। কারণ এই শুষ্ক ফল প্রোটিন, স্বাস্থ্যকর ফ্যাট এবং পলিফেনলের মতো অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ।
কাজু বাদাম
কাজু বাদাম
advertisement

এর একাধিক স্বাস্থ্যগুণ রয়েছে। কোলেস্টেরল কমানোর পাশাপাশি হার্টের রোগ কিংবা স্ট্রোকের মতো মারণ রোগের ঝুঁকিও কমাতে সাহায্য করে কাজুবাদাম। ভারতে বর্তমানে সবথেকে বেশি ভয়ঙ্কর অবস্থায় রয়েছে ডায়াবেটিস। এই রোগও প্রতিরোধ করতে সক্ষম কাজুবাদাম। এটি ম্যাগনেশিয়াম, ম্যাঙ্গানিজ, ফসফরাস, জিঙ্ক, ভিটামিন বি৬, ভিটামিন কে-র দারুণ উৎস।

এমনিতে বাজারে যে কাজুবাদাম পাওয়া যায়, তার মূল্য কেজি প্রতি প্রায় ৮০০ থেকে ১০০০ টাকা। অথচ ভারতেরই এক গ্রামে অত্যন্ত কম দামে মেলে কাজুবাদাম। কিন্তু কতটা কম? সংবাদমাধ্যমের রিপোর্ট বলছে, কেজি প্রতি মাত্র ২০ টাকায় পাওয়া যায় কাজুবাদাম। পড়শি রাজ্য ঝাড়খণ্ডেই এত কম দামে মেলে কাজু। আসলে ওই রাজ্যের জামতাড়া এলাকায় প্রচুর পরিমাণে কাজুবাদাম চাষ হয়। ঝাড়খণ্ডের এই এলাকায় তেমন ভাবে অন্য কোনও ফসল ফলে না। এখানকার কৃষকদের জীবন-জীবিকা নির্ভর করে শুধুমাত্র কাজুবাদামের উপরেই।

advertisement

আরও পড়ুন: পাতে মশলা ধোসা, স্কুটিতে সওয়ার! কর্ণাটকে বাজিমাত করতে কী কৌশল রাহুল গান্ধির?

আরও পড়ুন: রাজস্থানের রাজকীয় খানার স্বাদ এবার কলকাতার বুকে! রইল শেফের বিশেষ লাল মাস ও লাপসি তৈরির রেসিপিও

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

ঝাড়খণ্ড রাজ্যের নালা গ্রামেই শুধুমাত্র ৫০ একর জমি রয়েছে, যেখানে কাজুবাদাম চাষ হয়। ফলে এই নালা গ্রাম ঝাড়খণ্ডের কাজু শহর নামে প্রসিদ্ধ। এখানে গেলেই রাস্তার ধারে ধারে মহিলাদের কাজুবাদাম বিক্রি করার দৃশ্য চোখে পড়বে। কিন্তু কাজুবাদামের দাম এই এলাকায় এতটা কম কেন। কারণ এখানে কাজু প্রক্রিয়াকরণের জন্য কোনও ইউনিট নেই। আসলে ফল থেকে কাজুবাদাম আলাদা করে সাধারণত নিজেরাই বিক্রি করে থাকেন নালা গ্রামের বাসিন্দারা।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Cashew Nuts Price: কোলেস্টেরল কমাতে অব্যর্থ কাজু! দামি বলে কিনছেন না? কোথায় পাবেন ২০ টাকায় ১ কেজি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল