এই ঘটনা ঘটে যখন কনস্টেবল প্রভু অভিযুক্ত মিঠুনকে থামানোর চেষ্টা করেন। বুধবার বিকেলে এক ব্যস্ত রাস্তায় এই ঘটনা ঘটে, যখন প্রভু মিঠুনের গাড়ি থামিয়ে পার্ক করতে বলেন।
আরও পড়ুন : রাজস্থানে ৪৫৬ লিটার সর্ষের তেল ও ১১৫ কেজি সোন-পাপড়ি নষ্ট করে দেওয়া হল! কেন জানুন…
আর পাঁচ দিনের মতোই ট্রাফিকের কাজ করছিলেন ওই পুলিশটি৷ কিন্তু এমন ঘটনা ঘটবে তিনি হয়তো ভাবতেও পারেননি৷ যাই হোক, সেই কনস্টেবলের কপাল ভালো যে তিনি গাড়ির নিচে চলে যান নি৷ তাহলে এই ঘটনা আরও মারাত্মক আকার নিত৷
advertisement
রোজকার মতোই ট্রাফিক ব্যস্ত ছিল শিবমোগার এই রাস্তা৷ সেখানে দাঁড়িয়ে গাড়িগুলিকে এক ধারে দাঁড়ানোর জন্য বলছিলেন ওই পুলিশ৷ দেখা গিয়েছে, অভিযুক্ত ওই গাড়ির সামনেও তিনি দাঁড়িয়ে নির্দেশ দিচ্ছিলেন সেটিকে সাইটে নিয়ে যাওয়ার জন্য৷ মিনিট খানেকও নয়, তারপরই অঘটন৷
আরও পড়ুন: ১৯ দিনের শিশুকে জলে চুবিয়ে হত্যা করল অচেনা ব্যক্তি! শোকে পাথর বাবা মা
ভিডিওতে পরিষ্কার দেখা গিয়েছে, অভিযুক্ত গাড়ির চালক মিঠুন পুলিশ কনস্টেবলের সঙ্গে তর্ক করছেন৷ কনস্টেবলটি গাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। মিনিট খানেক কথাবার্তা চলার পরই মিঠুন তার গাড়িটি দ্রুত চালিয়ে দেন৷ বিপদ বুঝে সরার চেষ্টা করেছিলেন কনস্টেবল৷ লাভ হয়নি৷ গাড়ির বনেটেই থেকে যান তিনি৷ এরপর তাঁকে ওই অবস্থাতেই টেনে নিয়ে চলে যায় গাড়ি৷ প্রায় ১০০ মিটার পর গাড়ি থাকে এবং পালিয়ে যায়৷ প্রত্যক্ষদর্শীরাও ঘটনাটি দেখেছেন৷
এই ঘটনার পর খুব স্বাভাবিকভাবে অভিযুক্ত গাড়ির চালক মিঠুনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। শিবমোগা পুলিশ নিশ্চিত করেছে যে তারা অভিযুক্তকে ধরার জন্য তল্লাশি চালাচ্ছে। এবং দ্রুতই অভিযুক্তকে ধরে ফেলা হবে৷