TRENDING:

Car Drags Traffic Police: পুলিশকে গাড়ির বনেটে ১০০ মিটার নিয়ে গেল চালক! কোনও মতে প্রাণে বাঁচলেন ব্যক্তি, দেখুন ভিডিও

Last Updated:

Car Drags Traffic Police: আর পাঁচ দিনের মতোই ট্রাফিকের কাজ করছিলেন ওই পুলিশ৷ কিন্তু এমন ঘটনা ঘটবে তিনি হয়তো ভাবতেও পারেননি৷  যাই হোক, সেই কনস্টেবলের কপাল ভালো যে তিনি গাড়ির নিচে চলে যান নি৷ তাহলে এই ঘটনা আরও মারাত্মক আকার নিত৷ 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিবমোগা: কর্ণাটকের শিবমোগায় এক ব্যক্তির বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ উঠেছে৷ এটাই যে, তিনি তার গাড়ি চালিয়ে ভয়ঙ্কর এক কাণ্ড ঘটিয়েছেন৷ এক ট্রাফিক পুলিশকে গাড়ির চালক,  গাড়ির বনেটে ঝুলিয়ে ১০০ মিটার পর্যন্ত টেনে নিয়ে গিয়েছেন। ঘটনাটির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এবং সেই ভিডিও দেখলে আপনিও চমকে উঠবেন গ্যারান্টি৷
কোনও মতে প্রাণে বাঁচলেন পুলিশ
কোনও মতে প্রাণে বাঁচলেন পুলিশ
advertisement

এই ঘটনা ঘটে যখন কনস্টেবল প্রভু অভিযুক্ত মিঠুনকে থামানোর চেষ্টা করেন। বুধবার বিকেলে এক ব্যস্ত রাস্তায় এই ঘটনা ঘটে, যখন প্রভু মিঠুনের গাড়ি থামিয়ে পার্ক করতে বলেন।

আরও পড়ুন : রাজস্থানে ৪৫৬ লিটার সর্ষের তেল ও ১১৫ কেজি সোন-পাপড়ি নষ্ট করে দেওয়া হল! কেন জানুন…

আর পাঁচ দিনের মতোই ট্রাফিকের কাজ করছিলেন ওই পুলিশটি৷ কিন্তু এমন ঘটনা ঘটবে তিনি হয়তো ভাবতেও পারেননি৷  যাই হোক, সেই কনস্টেবলের কপাল ভালো যে তিনি গাড়ির নিচে চলে যান নি৷ তাহলে এই ঘটনা আরও মারাত্মক আকার নিত৷

advertisement

রোজকার মতোই ট্রাফিক ব্যস্ত ছিল শিবমোগার এই রাস্তা৷ সেখানে দাঁড়িয়ে গাড়িগুলিকে এক ধারে দাঁড়ানোর জন্য বলছিলেন ওই পুলিশ৷ দেখা গিয়েছে, অভিযুক্ত ওই গাড়ির সামনেও তিনি দাঁড়িয়ে নির্দেশ দিচ্ছিলেন সেটিকে সাইটে নিয়ে যাওয়ার জন্য৷ মিনিট খানেকও নয়, তারপরই অঘটন৷

আরও পড়ুন: ১৯ দিনের শিশুকে জলে চুবিয়ে হত্যা করল অচেনা ব্যক্তি! শোকে পাথর বাবা মা

advertisement

ভিডিওতে পরিষ্কার  দেখা গিয়েছে,  অভিযুক্ত গাড়ির চালক মিঠুন পুলিশ কনস্টেবলের সঙ্গে তর্ক করছেন৷ কনস্টেবলটি গাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। মিনিট খানেক কথাবার্তা চলার পরই মিঠুন তার গাড়িটি দ্রুত চালিয়ে দেন৷ বিপদ বুঝে সরার চেষ্টা করেছিলেন কনস্টেবল৷ লাভ হয়নি৷ গাড়ির বনেটেই থেকে যান তিনি৷ এরপর তাঁকে ওই অবস্থাতেই টেনে নিয়ে চলে যায় গাড়ি৷  প্রায় ১০০ মিটার পর গাড়ি থাকে এবং পালিয়ে যায়৷ প্রত্যক্ষদর্শীরাও ঘটনাটি দেখেছেন৷

advertisement

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অরণ্যের নাম গণপুর, কলকাতার খুব কাছে মাত্র ৫০ টাকা খরচে গভীর জঙ্গলে সঙ্গীকে নিয়ে ঘুরে আসুন!
আরও দেখুন

এই ঘটনার পর খুব স্বাভাবিকভাবে অভিযুক্ত গাড়ির চালক মিঠুনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। শিবমোগা পুলিশ নিশ্চিত করেছে যে তারা অভিযুক্তকে ধরার জন্য তল্লাশি চালাচ্ছে। এবং দ্রুতই অভিযুক্তকে ধরে ফেলা হবে৷

বাংলা খবর/ খবর/দেশ/
Car Drags Traffic Police: পুলিশকে গাড়ির বনেটে ১০০ মিটার নিয়ে গেল চালক! কোনও মতে প্রাণে বাঁচলেন ব্যক্তি, দেখুন ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল