এই বিষয়ে একজন রেল আধিকারিক জানিয়েছেন, ‘এবার থেকে ১৩৯ নম্বরে ডায়েল করে ট্রেনের টিকিট বাতিল করা যাবে ৷ এই নম্বরে ফোন করলে যাত্রীদের ফোনে ম্যাসেজের মাধ্যমে একটি OTP (ওয়ান টাইম পাসওয়ার্ড) পাঠানো হবে ৷ সেই দিনই ওই OTP নিয়ে কাউন্টারে দেখালেই বাতিল টিকিটের টাকা ফেরত পেয়ে যাবেন যাত্রীরা ৷’ নতুন নিয়ম অনুযায়ী টিকিট বাতিল করার চার্জ এবার থেকে দ্বিগুন করে দিয়েছে রেল ৷ রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, রেল টিকিটের কালো বাজারি বন্ধ করতে এই পদক্ষেপ নিয়েছে রেল ৷ যারা অনলাইনে টিকিট বুক করবেন তারা অনলাইনেই টিকিট বাতিল করতে পারবেন ৷ তবে যারা কাউন্টার থেকে টিকিট কাটবেন তাদের জন্যই এই সুবিধা থাকবে ৷ এই পরিষেবার জন্য সফটওয়্যার তৈরির কাজ শেষ হয়ে গিয়েছে ৷ এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে থেকে আনুষ্ঠানিক ভাবে চালু করা হবে এই পরিষেবা ৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 27, 2016 1:03 PM IST