TRENDING:

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়া কী ভাবে করবেন আর্থিক লেনদেন ? দেখে নিন ...

Last Updated:

ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকলেও আর সমস্যা নেই ৷ কারণ খুব শীঘ্রই আপনার ১২ ডিজিটের আধার কার্ড হয়ে উঠবে সিঙ্গল পয়েন্ট পেমেন্ট অ্যাড্রেস৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকলেও আর সমস্যা নেই ৷ কারণ খুব শীঘ্রই আপনার ১২ ডিজিটের আধার কার্ড হয়ে উঠবে সিঙ্গল পয়েন্ট পেমেন্ট অ্যাড্রেস৷
advertisement

ব্যাঙ্কের অ্যাকাউন্ট না থাকলেও কেবল আধারের ইউনিক নাম্বার ব্যবহার করেই করা যাবে আর্থিক লেনদেন ৷ শুনতে অবাক লাগলেও খুব শীঘ্রই এমনই একটি পদ্ধতি নিয়ে আসতে চলেছে ইন্ডিয়া পোস্ট ৷ এর মাধ্যমে দেশের ১১২ কোটি মানুষ কেবল আধার কার্ডের মাধ্যমে আর্থিক লেনদেন করতে পারবে ৷ ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে তা লিঙ্ক করা না থাকলেও কোনও অসুবিধা হবে না ৷

advertisement

ইন্ডিয়া পোস্টের সিইও এপি সিং জানিয়েছেন, আধার একটি পেমেন্ট অ্যাড্রেস নয় বরং নিজেই একটি পেমেন্ট ব্যাঙ্ক ৷ ২০১৭ সালের সেপ্টেম্বর মাস থেকে কার্যকর হতে চলেছে নতুন এই পরিষেবা বলে জানান তিনি ৷ প্রথমে ভারতের ৬৫০টি জেলায় চালু হবে আধার ভিত্তিক এই ব্যাঙ্ক ট্রানজেকশন। পরে গোটা ভারতেই চালু হবে এই আধার ভিত্তিক আর্থিক লেনদেন।

advertisement

এপি সিং আরও জানিয়েছেন, ‘আণরা এমন একটা পদ্ধতি নিয়ে আসতে চলেছি যার মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে বা না থাকলেও ব্যাঙ্ক ট্রানজেকশন করা যাবে ৷ এর মানে যে ব্যক্তির আধার নম্বর রয়েছে যে কোনও জায়গা থেকে পেমেন্ট গ্রহণ করতে পারবে ৷’

এর আগে স্টেট ব্যাঙ্ক-সহ পাঁচটি ব্যাঙ্কের সঙ্গে পরীক্ষামূলক ভাবে এই পরিষেবা চালু করে ৷ আধার কার্ডের মাধ্যমে পেমেন্টে অনেকে সহজে ার্থিক লেনদেন করতে পারবে সাধারণ মানুষ ৷ ফলে আখেরে লাভ হবে তাদের ৷

advertisement

এই মুহূর্তে দেশের ৪০ কোটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা রয়েছে ৷ এছাড়া প্রতি মাসে প্রায় দু’কোটি মানুষ তাদের অ্যাকাউন্ট আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করছে ৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ইন্ডিয়া পোস্টের প্রতিদ্বন্দ্বী পেটিএম এখনও এই পরিষেবা চালু করেনি  ৷ কিন্তু এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক নভেম্বর মাসে এই পরিষেবা চালু করেছে ৷

বাংলা খবর/ খবর/দেশ/
ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছাড়া কী ভাবে করবেন আর্থিক লেনদেন ? দেখে নিন ...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল