TRENDING:

Meghalaya TMC: মেঘালয়ে জোড়া ফুল ফোটাতে কি পারবেন মুকুল? 

Last Updated:

মুকুলকে মুখ করেই মেঘালয়ের ভোটে লড়ছে তৃণমূল কংগ্রেস শিবির। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আবীর ঘোষাল, শিলং: লুইজিনহো ফালেরিও পারেননি। মুকুল সাংমা কি পারবেন? গোয়া রাজ্যের বিধানসভা ভোটের আগে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন কংগ্রেস নেতা তথা মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা। আপাতত মেঘালয় বিধানসভা ভোটে তাঁকে সামনে রেখেই ভোটে লড়ছে তৃণমূল কংগ্রেস। বলা ভাল মুকুল সাংমাকে কার্যত মুখ্যমন্ত্রী মুখ করেই এগোচ্ছে জোড়া ফুল শিবির।
মুকুল সাংমা
মুকুল সাংমা
advertisement

গোয়ায় ব্যর্থ হন কংগ্রেস ছেড়ে তৃণমূলে আসা লুইজিনহো ফালেরিও। মুকুল সাংমার ক্ষেত্রেও কি তেমনটাই হবে ? তবে মেঘালয়ের ভোট প্রচারে এসে কংগ্রেসকে চড়া সুরে আক্রমণ শানিয়েছে তৃণমূল শিবির। পালটা রাহুল গান্ধি চড়া সুরে আক্রমণ শানিয়েছিল তৃণমূল কংগ্রেসকে। গোয়া বিধানসভা ভোটের প্রচারে গিয়ে অভিষেক এবং অন্য তৃণমূল নেতারা কংগ্রেসকে ভোট না দেওয়ার আর্জি জানিয়েছিলেন। কার্যত একই সুরে অভিষেক মেঘালয়ে ভোট প্রচারে এসে সমবেত জনতার উদ্দেশে বলেছিলেন, “কংগ্রেসকে ভোট দেবেন না। মাথায় রাখবেন, কংগ্রেসকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া।”

advertisement

আরও পড়ুন- আয়কর দফতরের কড়া নিয়ম; এসব ভুলেও করে থাকলে মাশুল গুণতে হবে আপনাকে!

এই প্রসঙ্গে তিনি মধ্যপ্রদেশে সরকার গড়েও বিধায়কদের ধরে রাখতে না পারা, গোয়ার বিধায়কদের বিজেপিতে চলে যাওয়া ইত্যাদি উদাহরণকে সামনে রেখেছেন। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং কংগ্রেস নেতা মুকুল সাংমার নেতৃত্বেই বিধানসভা নির্বাচন লড়ছে তৃণমূল। গোয়াতেও প্রাক্তন কংগ্রেস নেতা এবং মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরোকে সামনে রেখে নির্বাচনে লড়েছিল তৃণমূল। অবশ্য ভোটবাক্সে তেমন সুবিধা করতে পারেনি তারা।এর আগেও একাধিকবার মেঘালয় সফরে শুধু বিজেপি নয়, কংগ্রেসকেও  নিশানা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।কটাক্ষের সুরে কংগ্রেস শিবিরকে অভিষেক বলেছিলেন, ‘‘কংগ্রেস ময়দানে না নেমে, দিল্লিতে থেকে সোশ্যাল মিডিয়ায় আছে। আমরা তা করিনি। বাংলার ভোটে কী হল দেখেছেন? ৫ ফুটের মহিলা ১০ কোটি মানুষের আশীর্বাদ পেলেন। বাংলা দেখিয়ে দিয়েছে বিজেপিকে।’’

advertisement

আরও পড়ুন- মেট্রোর জন্য মোমিনপুর থেকে এসপ্ল্যানেড সুড়ঙ্গ খোঁড়ার কাজ শুরু হবে চলতি বছরেই

অভিষেক আরও বলেছিলেন, ‘‘দেশে একমাত্র দল তৃণমূল। যারা বিজেপির বিরুদ্ধে লড়াই চালাচ্ছে। আপনারা নিশ্চয়ই চান না, আপনাদের রাজ্য দিল্লি বা গুয়াহাটি চালাবে। তাই আপনাদের সঙ্গে প্রতি পদে পদে আমি থাকব। মেঘালয়কে মেঘালয় চালাবে দিল্লি, বাংলা চালাবে না। ছোট রাজ্য বলে কেন বারবার ইগনোর করা হবে। আমরা সবাই পুরনো কংগ্রেসি। মমতা বন্দ্যোপাধ্যায়ও, আমিও তাই। কিন্তু এরা জনগণের টাকা লুটতে ব্যস্ত।’’

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Meghalaya TMC: মেঘালয়ে জোড়া ফুল ফোটাতে কি পারবেন মুকুল? 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল