TRENDING:

ফেসবুকে তথ্য ফাঁসের অভিযোগ, বন্ধ হতে চলেছে কেমব্রিজ অ্যানালিটিকা

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: যাকে নিয়ে এত চর্চা ৷ সেই কেমব্রিজ অ্যানালিটিকাই আপাতত তাদের ব্যবসা বাণিজ্য গোটাতে চলেছে ৷ ফেসবুক তথ্য ফাঁস থেকে নির্বাচন প্রক্রিয়ায় হাতযশ ৷ সেই সমস্ত কিছু নিয়েই কাঠগড়ায় দাঁড়িয়েছিল কেমব্রিজ অ্যানালিটিকা ৷ এবার সেই সংস্থাই বন্ধ হয়ে যেতে চলেছে ৷
advertisement

তবে, এই সংস্থা বন্ধ হয়ে যাওয়ার পিছনে সংবাদমাধ্যমকেই দায়ী করলেন কেমব্রিজ অ্যানালিটিকার এক উচ্চপদস্থ আধিকারিক ৷ তিনি বলেন, সংবাদমাধ্যমের একের পর এক মিথ্যে প্রচার ৷ যার জেরে এখন তাদের সংস্থার কোনও ক্লায়েন্টই আর নেই ৷ অপরদিকে, একের পর এক আইনি জটিলতায় জড়িয়ে রয়েছে এই সংস্থাটি ৷ এরফলে লক্ষাধিক টাকা জরিমানা দিতে গিয়ে কার্যত মুখ থুবড়ে পড়েছে সংস্থাটি ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দীপাবলির পরেই শুরু হয় ভৈলিনি-দেওসি! কীভাবে এই উৎসব পালন করে জানেন?
আরও দেখুন

শুধু ফেসবুকে তথ্য ফাঁস নয় ৷ এর পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন এবং ভারতসহ আরও একাধিক দেশে নির্বাচনে হস্তক্ষেপ করছে কেমব্রিজ অ্যানালিটিকা ৷ এমনই গুরুতর অভিযোগে আপাতত বিপর্যয়ের মুখে সংস্থা বন্ধ করারই সিদ্ধান্ত নিয়েছে কেমব্রিজ অ্যানালিটিকা ৷

বাংলা খবর/ খবর/দেশ/
ফেসবুকে তথ্য ফাঁসের অভিযোগ, বন্ধ হতে চলেছে কেমব্রিজ অ্যানালিটিকা