যে রাজ্যগুলিতে উপনির্বাচন ছিল, তার মধ্যে পশ্চিমবঙ্গে চারটি আসনই দখল করেছে তৃণমূল৷ পশ্চিমবঙ্গেই নিজেদের দখলে থাকা তিনটি আসন হাতছাড়া হয়েছে বিজেপির৷
আরও পড়ুন: ফুল বদলের পর বদলে গেল ফল! মতুয়া অধ্যুষিত বাগদা, রানাঘাট দক্ষিণেও বড় জয় তৃণমূলের
পশ্চিমবঙ্গ বাদে যে রাজ্যগুলিতে উপনির্বাচন ছিল তার মধ্যে রয়েছে পঞ্জাব, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, বিহার, মধ্যপ্রদেশ এবং তামিলনাড়ু৷ এর মধ্যে পঞ্জাবের জলন্ধর পশ্চিম কেন্দ্রে জয় পেয়েছে আম আদমি পার্টি৷ হিমাচল প্রদেশের তিন আসনে উপনির্বাচনের ফল ঘোষণা হয়েছে আজ৷ তার মধ্যে একটিতে জিতেছে কংগ্রেস৷ বাকি দুই আসনের মধ্যে একটি করে আসনে জয় পেয়েছে বিজেপি এবং কংগ্রেস৷ হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর স্ত্রী কমলেশ ঠাকুর ডেহরা কেন্দ্র থেকে জয় পেয়েছেন৷
advertisement
এর পাশাপাশি উত্তরাখণ্ডের দুটি বিধানসভা আসন বদ্রীনাথ এবং মংগলৌরে উপনির্বাচন হয়েছিল৷ দুটি আসনই দখল করেছে কংগ্রেস৷ মধ্যপ্রদেশের অমরওয়ার কেন্দ্রে জয় পেয়েছে বিজেপি৷ তামিলনাড়ুর বিকরাভান্ডি বিধানসভায় জয় পেয়েছে শাসক দল ডিএমকে৷ বিহারের রুপাওলি কেন্দ্রে জেডিইউ এবং আরজেডি প্রার্থীদের হারিয়ে জিতেছেন নির্দল প্রার্থী৷