কিন্তু তার বদলে আগামী ২০ নভেম্বর ওই আসনগুলিতে ভোটগ্রহণ হবে বলে জানিয়েছে কমিশন। ভোট গণনা হবে আগামী ২৩ নভেম্বর। তবে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের ৬টা বিধানসভা উপনির্বাচন ১৩ তারিখেই হবে।
advertisement
প্রসঙ্গত, বিভিন্ন রাজনৈতিক দল ভোটের দিন পরিবর্তনের আর্জি জানিয়েছিল। কারণ তিন রাজ্যেই উপনির্বাচনের সময়েই বেশ কয়েকটি উত্সব রয়েছে। কলপথি রসথোলসভম (১৩-১৫ নভেম্বর), কার্তিক পূর্ণিমা (১৫ নভেম্বর), গুরু নানকের প্রকাশ পর্ব (১৫ নভেম্বর)-র মতো উত্সবগুলি হবে উপনির্বাচনেক সময়েই হবে।
এই উত্সবগুলি থাকার কারণে ভোটদানের হার কম হতে পারে। মানুষ উত্সবে মেতে থাকবে। এই যুক্তিতেই দিন পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়েছিল রাজনৈতিক দলগুলি। সেই আর্জি মেনেই দিন পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। উত্তরপ্রদেশের ন’টি, পঞ্জাবের চারটি এবং কেরলের একটি বিধানসভা আসনে ভোটগ্রহণ হবে ২০ নভেম্বর।
