TRENDING:

মাত্র ৩২১ টাকা ভাড়া! AC বাসে আরামে পৌঁছে যাবেন দিল্লি, রাজধানী যাওয়া এখন জলভাত!

Last Updated:

যাত্রীদের জন্য শীতকালে এসি বাসের প্রয়োজন না থাকায় ২৫ ডিসেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ভাড়ায় এই ছাড় দেওয়া হয়েছে। এখন মোরাদাবাদ থেকে দিল্লি এসি বাসে মাত্র ৩২১ টাকায় পৌঁছানো যাবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মোরাদাবাদ: ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর ১০০তম জন্মবার্ষিকীতে যাত্রীদের জন্য বড় উপহার দিল যোগী সরকার। জানরথ বাসের ভাড়া ২০ শতাংশ পর্যন্ত কমিয়েছে রাজ্যের সরকার। এই বিষয়ে পরিবহন মন্ত্রী দয়াশঙ্কর সিং জানান যে জানরথ বাসে নতুন ভাড়া বৃহস্পতিবার থেকে কার্যকর হয়েছে। এই ছাড় সমস্ত রুটের বাসে প্রযোজ্য।
মাত্র ৩২১ টাকা ভাড়া! AC বাসে আরামে পৌঁছে যাবেন দিল্লি, রাজধানী যাওয়া এখন জলভাত!
মাত্র ৩২১ টাকা ভাড়া! AC বাসে আরামে পৌঁছে যাবেন দিল্লি, রাজধানী যাওয়া এখন জলভাত!
advertisement

আরও পড়ুন-ভিডিও কলে গার্লফ্রেন্ড, অদ্ভুত শব্দটা কিসের! পরিবার বলে ওঠে, ‘বাবু, কী করছিস তুই?’ তার পরেই… 

শীতকালে যাত্রীসংখ্যা কমার কারণেই ভাড়া কমানো হয়েছে বলে খবর। যাত্রীদের জন্য শীতকালে এসি বাসের প্রয়োজন না থাকায় ২৫ ডিসেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ভাড়ায় এই ছাড় দেওয়া হয়েছে। এখন মোরাদাবাদ থেকে দিল্লি এসি বাসে মাত্র ৩২১ টাকায় পৌঁছানো যাবে। এর আগে মোরাদাবাদ থেকে দিল্লি পর্যন্ত জানরথ বাসের ভাড়া ছিল ৩৮০ টাকা। একইভাবে, ৩x২ জানরথ বাসে দিল্লি যেতে ২৯৬ টাকায় ভ্রমণ সম্পূর্ণ করা যাবে।

advertisement

আরও পড়ুন- এই ‘ফল’ আর ‘জল’ কখনওই নিয়ে উঠতে পারবেন না প্লেনে! কেন বলুন তো? আসল কারণ ক’জন জানেন?

আরও পড়ুন- মনমোহনের ‘গুণী’ ৩ কন্যাকে চেনেন? বাবার চেয়ে কম নন কেউ! কী করেন তাঁরা? জানলে চমকাবেন

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ভাড়া কমার ফলে যাত্রীসংখ্যা বৃদ্ধি পাবে, এমনই আশা করা হচ্ছে। মন্ত্রী দয়াশঙ্কর সিং জানিয়েছেন, ৩x২ জানরথ বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১.৬৩ টাকা থেকে কমিয়ে ১.৪৫ টাকা করা হয়েছে। একইভাবে, ২x২ বাসের ভাড়া ১.৯৩ টাকা থেকে কমিয়ে প্রতি কিলোমিটারে ১.৬০ টাকা করা হয়েছে। তিনি আরও বলেন, ভাড়া কমানোর ফলে জানরথ বাসে যাত্রীদের সংখ্যা বাড়বে এবং পরিবহন বিভাগ লাভবান হবে। এই পদক্ষেপ যাত্রীদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং ভাড়া কমার ফলে মধ্যবিত্তের পক্ষে ভ্রমণ আরও সাশ্রয়ী হবে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
মাত্র ৩২১ টাকা ভাড়া! AC বাসে আরামে পৌঁছে যাবেন দিল্লি, রাজধানী যাওয়া এখন জলভাত!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল