এই প্রসঙ্গে, মহারাষ্ট্রের পরিবহণ মন্ত্রী জানিয়েছেন প্রতাপ সরনায়েক জানান, “যখনই এই ভিডিও এক যাত্রী আমাদের কাছে পাঠান তখনই আমরা ওই চালককে বরখাস্ত করে দি।” তিনি জানান গত ২২ মার্চ মুম্বই-পুনের রুটে ই-শিবনেরি বাসে এই ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: পাশে নেই পরিবার, মামলা লড়তে সরকারি আইনজীবীর আর্জি সৌরভ হত্যায় ধৃত মুসকানের
advertisement
ওই ভিডিওতে দেখা যায় চালকের চোখ মোবাইলে চলা খেলাতে আটকে রয়েছে অন্য হাতে তিনি গাড়ি চালাচ্ছেন। এরপরেই ওই যাত্রী ভিডিওটি রাজ্যের পরিবহণ মন্ত্রী এবং মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীকে উল্লেখ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন।
আরও পড়ুন: রাতে হচ্ছে না ঘুম, খাবারেও অরুচি! জেলের মধ্যে কী করে দিন কাটছে মুসকান-সাহিলের?
মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এই ভিডিওটি। এরপরেই তৎপর হয় প্রশাসন। পরিবহণ মন্ত্রীর নির্দেশে তদন্ত করে দেখা হয়। স্থানীয় সূত্রে খবর, ওই ব্যক্তি একটি বেসরকারি বাসের চালক ছিলেন। ওই বেসরকারি বাস সংস্থার বিরুদ্ধে ইতিমধ্যেই যাত্রীদের প্রাণসংশয় আনার জন্য ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।