জানা গিয়েছে, লাতেহারের ওরসা ভ্যালির মহুয়াদনর থানা এলাকায় এই দুর্ঘটনা ঘটে৷ জানা গিয়েছে, বাসটি বিয়ে বাড়ির যাত্রীদের নিয়ে লাতেহারের দিকে যাচ্ছিল৷ সেই সময়ই বাসটি দুর্ঘটনার কবলে পড়ে৷
লাতেহারের পুলিশ সুপার গৌরব কুমার জানিয়েছেন, ছত্তিসগড়ের বলরামপুর জেলা থেকে বিয়ে বাড়ির যাত্রীদের নিয়ে লাতেহারের মহুয়াদনরের একটি বিয়ে বাড়িতে যাচ্ছিল ওই বাসটি৷ সেই সময়ই বাসটি উল্টে যায়৷ ঘটনাস্থলেই পাঁচ জনের মৃত্যু হয়৷ আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷
advertisement
পুলিশের অনুমান, অতিরিক্ত যাত্রী নেওয়ার ফলেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়৷ আহত যাত্রীদের চিকিৎসার জন্য স্থানীয় বেসরকারি ক্লিনিকের চিকিৎসকরাও মহুয়াদনরের সরকারি হাসপাতালের চিকিৎসকদের সাহায্যে এগিয়ে আসেন৷
এক্স হ্যান্ডেলে পোস্ট করে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন লাতেহারের ডেপুটি কমিশনারদের আহতদের সবরকমের সাহায্য করার নির্দেশ দেন৷
প্রথমে পাঁচ জনের মৃত্যুর খবর মিললেও পরে চিকিৎসাধীন অবস্থায় লাতেহারে দু দন এবং গুমলা সদর হাসপাতালে আরও দু জন আহতের মৃত্যু হয়৷ বাস চালক বিকাশ পাঠক জানিয়েছেন, বাসটিতে প্রায় ৯০ জন যাত্রী ছিলেন৷ তিনি বলেন, ‘বাসের ব্রেক কাজ করেনি৷ হ্যান্ডব্রেক ব্যবহার করে এবং বাসের ইঞ্জিন বন্ধ করেও আমি বাসটিকে নিয়ন্ত্রণ করতে পারিনি৷ শেষ পর্যন্ত বাসটি উল্টে যায়৷’
পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে ২০ জনের চিকিৎসা চলছে মহুয়াদনর স্বাস্থ্যকেন্দ্রে৷ আরও ২০ জন আহতের চিকিৎসা চলছে একটি বেসরকারি হাসপাতালে৷
