তবে বাস চলাচল শুরু করা যাবে শর্তসাপেক্ষে। জেলার বাইরে এখনই বাস যেতে পারবে না। বাস ঢুকতে পারবেন না কন্টেইনমেন্ট জোনেও। বাস চালক ও তার সহকারীকে মুখে অবশ্যই মাস্ক লাগাতে হবে। বাসে যাত্রী তুলতে হবে সামাজিক দূরত্ব বজায় রেখে। কুড়ি জনের বেশি যাত্রী বাসে উঠতে পারবেন না।
প্রশাসনিক বাধা না থাকলেও এখনই বাস চলাচল শুরু করার ব্যাপারে তেমন আগ্রহী নন বাস মালিকরা। বর্ধমান জেলা বাস অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা জানিয়েছেন, এ ব্যাপারে এখনও প্রশাসনের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। তাছাড়া এখন বাস চালানো কতটা যুক্তিযুক্ত হবে তা নিয়েও প্রশ্ন রয়েছে।এখন বাস চলাচল শুরু হলে লাভের চেয়ে লোকসানই বেশি হবে বলে মনে করছেন তাঁরা। প্রশাসন প্রস্তাব দিলে বাস মালিকরা আলোচনায় বসে সিদ্ধান্ত নেবেন।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 13, 2020 4:49 PM IST