আজম খান জানান সামনের বছর উত্তরপ্রদেশে নির্বাচন ৷ তার আগে সমাজবাদী পার্টির ভাবমূতি নষ্ট করার জন্য এটা বিরোধীদের চক্রান্ত ৷ রামপুরে একটি সভায় তিনি জানান, ‘বিরোধীরা সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য এই ঘটনার পিছনে রয়েছে কিনা তা খতিয়ে দেখা উচিত ৷’
এরপরই উত্তরপ্রদেশের মন্ত্রী আজম খানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বুলন্দশহরের নির্যাতিতা কিশোরী ও তার পরিবার। নির্যাতিতার অভিযোগ, গোটা ঘটনায় অভিযুক্তদের বাঁচানোর চেষ্টা করছে উত্তরপ্রদেশের পুলিশ। সেই কারণে ওই মামলা বুলন্দশহর থেকে সরিয়ে দিল্লির আদালতে নিয়ে যাওয়ার আর্জিও জানানো হয়।
advertisement
বেশ কয়েকদিন ধরে রাজ্যে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনায় আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠেছে ৷ এর জেরে অস্বস্তির মুখে পড়তে হয়েছে মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের সরকার। এরপর বুলন্দশহরের কাণ্ডে আজমের এমন মন্তব্যের জেরে বিড়ম্বনা বেড়েছে সরকারের। তবে নির্যাতিতা পরিবার অবশ্য জানিয়েছেন তাঁরা বিষয়টি নিয়ে কোনও রাজনীতি চাইছেন না ৷ তারা শুধু বিচার চাই ৷