সম্প্রতি তেমনই ঘটেছে উত্তরপ্রদেশের নয়ডায়। গত কয়েক বছরে নয়ডা এবং গ্রেটার নয়ডায় বেড়েছে মানুষের বসবাস। একের পর এক আবাসন তৈরি হয়েছে। কিন্তু সেই সব আবাসনের মান নিয়েই উঠছে প্রশ্ন। অভিযোগ, প্রায় রোজই কোনও না কোনও দুর্ঘটনা ঘটে যায় এখানে।
আরও পড়ুনঃ এক নিমেষেই বড়লোক ১৩ বছরের তরুণী, কারণ জানলে গর্বে বুক ভরে উঠবে
advertisement
সম্প্রতি নয়ডার সেক্টর ১২৮-এ জেপি উইশটাউন সোসাইটিতে ঘটে গিয়েছে এমনই ঘটনা। একটি বাড়ির পাঁচতলার বারান্দার অংশ ভেঙে নিচে পড়ে যায়। সৌভাগ্য ক্রমে কেউ হতাহত হননি।
কয়েক বছর আগে, নয়ডার সেক্টর ১২৮-এ তৈরি হয়েছিল এই আবাসন। নির্মাতাদের তরফে স্বপ্নের বাড়ি বলে প্রচার করা হয়েছিল। কিন্তু মাত্র ৫-৬ বছরেই তার পরিস্থিতি খারাপ হয়ে গিয়েছে। অভিযোগ, প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। বাসিন্দাদের দাবি, ওই আবাসন এলাকায় এমন কোনও ফ্ল্যাট নেই যা স্যাঁতসেঁতে নয়।
স্থানীয় বাসিন্দা কল্পনা বলেন, সম্প্রতি কেএম ২২ টাওয়ারের পঞ্চম তলা থেকে বারান্দার একটি বড় অংশ ভেঙে সোজা নিচে পড়ে যায়। ঘটনাচক্রে ওই সময় ওই বাড়ির নিচে কেউ দাঁড়িয়ে ছিলেন না। বাসিন্দাদের দাবি, এমন ঘটনা প্রায় রোজই ঘটছে কোনও না কোনও বাড়িতে। আতঙ্কের প্রহর গুণছেন বাসিন্দারা। অথচ, তাঁরাই তাঁদের জীবনের সমস্ত সঞ্চয় দিয়ে কিনেছিলেন মাথা গোঁজার আশ্রয়টুকু। ভেবেছিলেন বাস করবেন শান্তিতে।
ওই আবাসনের বাসিন্দাদের দাবি, তাঁরা বহুবার বিল্ডার ম্যানেজমেন্টের কর্মকর্তাদের কাছে অভিযোগ জানিয়েছেন। কিন্তু ওই আবাসনের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্মকর্তারা কেউ কানের পাতা নাড়েননি। পরিস্থিতি আগের মতোই রয়েছে। প্রতিদিনই ঘটছে এমন দুর্ঘটনা।
এই বিষয়ে বিল্ডার ম্যানেজমেন্টের কর্মকর্তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেও ফল হয়নি। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে চাননি তাঁরা।