লোকসভায় স্মৃতি ইরানি বলেন, ‘আমি দেশের জন্য প্রাণ দিতে পারি ৷ সেই কারণেই রাজনীতিতে এসেছি ৷ ক্যাম্পাসে আমি গেরুয়া রাজনীতি করছি, কেউ যদি প্রমাণ করতে পারে তাহলে রাজনীতিই ছেড়ে দেব ৷’ হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়ের মৃত ছাত্র রোহিত ভেমুলার আত্মহত্যার প্রসঙ্গ তুলে এদিন স্মৃতি জানান, ‘রোহিতের মৃতদেহ নিয়ে রাজনীতি করা হয়েছে ৷ সকাল ৬.৩০ অবধি কোনও ডাক্তার ডাকা হয়নি ৷ ’ রোহিত ভেমুলাকে টেনে রাহুল গান্ধিকেও কড়া সমালোচনা করেন স্মৃতি, তিনি বলেন, ‘কানহাইয়া ও রোহিত প্রসঙ্গকে সঙ্গে নিয়ে, রাহুল গান্ধি সবার নজরে আসতে চাইছেন ৷ আর কিছু নয় ৷ আর মায়াবতীকে বলছি, যদি ভুল করে থাকি ইস্তাফা নয়, আমার মাথা কেটে আপনার পায়ের সামনে রাখব !’
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 24, 2016 8:13 PM IST