TRENDING:

পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, খুন নভজোত সিং

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#চন্ডীগড়: পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি পঞ্জাবি গায়ক নভজোত সিংকে ৷ ঘটনাস্থনেই মারা যান তিনি ৷ গত রবিবার চন্ডীগড়ের কাছে ডেরাবাসী এলাকায় গুলি করে ২২ বছর বয়সী ওই গায়ককে হত্যা করা হয় ৷ একটি কারখানার কাছ থেকে তাঁর দেহ পাওয়া যায় ৷ গায়কের মৃতদেহ থেকে প্রায় ৫০কিলোমিটার দূরে তাঁর গাড়িটি উদ্ধার হয় ৷
advertisement

পুলিশ জানিয়েছে, রবিবার রাতে তিনি তাঁর মা’কে ফোন করে জানিয়েছিলেন যে, তিনি পাঁচ মিনিটের মধ্যে বাড়ি ফিরছেন ৷ কিন্তু সময় পেরিয়ে মাঝ রাত হয়ে গেলেও তাঁর কোনও খবর না পাওয়ায় পরিবারের সদস্যরা তাঁর খোঁজ শুরু করেন ৷ অনেক খোঁজার পরে কাছের একটি কারখানার খালি প্ল্যান্টে নভজোতের নিথর দেহ দেখতে পান তাঁরা ৷

advertisement

গায়ক নভজোত সিং ৷

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে নেগুয়া গ্রাম! এখানেই রয়েছে বঙ্কিমচন্দ্রের রহস্যময় ইতিহাস, জানুন
আরও দেখুন

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে জানা যায় যে, গায়ককে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়েছে ৷ নভজোতের সঙ্গে গাড়িতে সন্ধে পর্যন্ত এক মহিলা ছিলেন, তবে তার নাম প্রকাশ করতে চায়নি নিহতের আত্মীয় ৷ এই খুনের ঘটনায় প্রেম থেকে সম্পত্তি, সবদিকটাই খতিয়ে দেখছে পুলিশ ৷ নভজ্যোতের গাড়ি থেকে কিছুটা দূরে পাওয়া যায় তিনটি বুলেট শেল ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, খুন নভজোত সিং