TRENDING:

জঙ্গলে ধ্যানমগ্ন অবস্থাতেই লেপার্ডের হানায় প্রাণ হারালেন যোগী

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#রামদেগি: গভীর ধ্যানে বসার জন্য বেছে নিয়েছিলেন মহারাষ্ট্রের জঙ্গল৷ আর তাতেই কাল হল৷ ধ্যানমগ্ন অবস্থাতেই লেপার্ডের আক্রমণে প্রাণ হারালেন বৌদ্ধ সন্যাসী৷
advertisement

বৃহস্পতিবার সকালে মহারাষ্ট্রের রেমদেগি জঙ্গলে ধ্যানে বসেছিলেন বোধি রাহুল ভালকে৷ সেই সময়ই তার ওপর ঝাঁপিয়ে পড়ে একটি পূর্ণবয়স্ক লেপার্ড৷ যদিও একটু দূরে থাকা আরও দুই যোগী পালিয়ে যেতে সক্ষম হন৷ গুরুতর জখম অবস্থায় ৩৫ বছরেরে রাহুলকে ভর্তি করা হয় হাসপাতালে৷ মহারাষ্ট্র পুলিসের সিনিয়র অফিসার কৃষ্ণা তিওয়ারি জানান, জঙ্গলের এক কোনায় জখম অবস্থায় পাওয়া যায় রাহুল বোধিকে৷ সম্ভবত ক্লান্ত হয়ে গিয়েই শিকার ফেলে পালিয়েছিল লেপার্ড৷

advertisement

বার্ষিক প্রার্থনা সম্মেলনের জন্য মুম্বই থেকে ৫১০ মাইল দূরে অবস্থিত এই নির্জন জঙ্গল বেছে নিয়েছিলেন বৌদ্ধ সন্যাসীদের দল৷ এই জঙ্গলে সাম্প্রতিক কালে ৪ বার এই ধরনের দুর্ঘটনা ঘটায় বন দফতর থেকে সতর্কতাও জারি করা হয়েছিল৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

কিন্তু সেই সতর্কতা উপেক্ষা করে ওই জঙ্গলেই ধ্যানে বসেন তারা৷

বাংলা খবর/ খবর/দেশ/
জঙ্গলে ধ্যানমগ্ন অবস্থাতেই লেপার্ডের হানায় প্রাণ হারালেন যোগী