শুক্রবার এই ছবি শেয়ার করেছেন বেয়ার গ্রিলস। আর ছবি পোস্ট হতেই তা নজর কেড়েছে অসংখ্য মানুষের। প্রায় ১২ হাজার লাইক পড়েছে ছবিটিতে, তাও আবার পোস্টের ১২ ঘণ্টার মধ্যেই। ২০১৯-এর অগস্টে টেলিভিশনে বেয়ার গ্রিলসের সঙ্গে 'ম্যান ভার্সেস ওয়াইল্ড'-এর অনুষ্ঠানে অংশ নিয়ে গোটা বিশ্বকে চমকে দিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি। একেবারে অন্য মেজাজে, অন্য ধরনের রোমাঞ্চকর মুডে-পোশাকে ধরা দিয়েছিলেন তিনি। শ্যুটিং হয়েছিল উত্তরাখণ্ডের জিম করবেট ন্যাশনাল পার্কে। আন্তর্জাতিক ব্যাঘ্র দিবসে সামনে এসেছিল সেই এপিসোডের টিজার।
advertisement
সেই বিশেষ এপিসোডে বেয়ার গ্রিলসের সঙ্গে অ্যাডভেঞ্চারে বেরিয়েছিলেন মোদি৷ শ্যুটিংয়ের ফাঁকেই গ্রিলের সঙ্গে বেশ দোস্তি হয়ে যায় মোদির৷ বেয়ার বলেছিলেন, 'আপনারা প্রায়ই প্রধানমন্ত্রী মোদিকে বক্তার ভূমিকায় মঞ্চে দেখেন৷ প্রকৃতি কিন্তু সবারই কঠিন পরীক্ষা নেয়৷ আপনি কত বড় নেতা, তাতে প্রকৃতির কিছু যায় আসে না৷ প্রকৃতির পরীক্ষায় পাস করলেই বোঝা যাবে আপনি কত সাহসী৷ সেই পরীক্ষায় সসম্মানে পাস করেছেন মোদি৷ অত্যন্ত বিপদের সময়েও শান্ত থাকেন তিনি৷' বেয়ারের কথায, 'আমি শ্যুটিংয়ের শুরুতে ওঁকে বলেছিলাম, আপনাকে নিয়ে কাজ করছি বলে আপনাকে সব বিপদ থেকে রক্ষা করা আমার কর্তব্য। বন্য পশুর আক্রমণই হোক বা বিপদসংকুল পথঘাট, নদী-পাহাড়। আপনার নিরাপত্তার দায়িত্ব আমার। উনি আমার কথায় খুব ভরসা পেলেন। গোটা সময়টা উনি আমার কথা শুনেই কাজ করেছেন।'
প্রধানমন্ত্রীর এই মনোভাবেরই প্রশংসা করেছিলেন ম্যান ভার্সেস ওয়াইল্ডের সঞ্চালক। 'অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছে এই অভিযানে। কিন্তু তিনি সব পরিস্থিতিতেই স্থির...৷ বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রী। তাঁর সঙ্গে সবসময় প্রহরী...কিন্তু অ্যাডভেঞ্চরের হাতছানিতে তাঁদের বারণও উপেক্ষা করেছেন মোদি।' মোদিও টুইট করে সেই সময় জানিয়েছিলেন অনুষ্ঠানের কথা। তিনি লিখেছিলেন, 'ভারতের গভীর জঙ্গলে, প্রকৃতি মায়ের কোলে- জলবায়ুর পরিবর্তন ও সচেতনতা নিয়ে আলোচনার এর থেকে আর ভাল জায়গা কি হতে পারে? দেখুন...।'