TRENDING:

বন্যায় বিপর্যস্ত অসম, জলমগ্ন রাস্তাঘাট, গৃহহীন অসংখ্য

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#গুয়াহাটি: বন্যায় বিপর্যস্ত অসম। বিপন্ন বন্যপ্রাণ। ব্ন্যায় প্রভাবিত ৩৩ টির মধ্যে ২৮টি জেলা। বাড়ছে মৃতের সংখ্যা। নতুন করে ৯জনের দেহ উদ্ধার হয়। রয়েছে পানীয় জলের হাহাকার। সবচেয়ে খারাপ অবস্থা কাজিরাঙা জাতীয় উদ্যানের। উদ্যানের ৯০ শতাংশ জলের নীচে। এক শৃঙ্গ গন্ডার ছাড়াও ৫০টি বেশি বন্যপ্রাণীর মৃত্যু হয়েছে। বিপন্ন হাতি, বাঘ সহ বিভিন্ন পশুরা। বিপর্যস্ত জনজীবন।
advertisement

ক্ষতিগ্রস্ত প্রায় ৫৪ লক্ষ মানুষ। দেড় লক্ষ মানুষ আশ্রয় নিয়েছেন ত্রাণশিবিরে। শোনিতপুর, মরিগাওঁ, এদালগুরি, নওগাঁও থেকে উদ্ধার হয়েছে বেশ কয়েকটি দেহ। বারপেটায় প্রায় ১৪লক্ষ মানুষ প্লাবনে ক্ষতিগ্রস্ত। ব্ন্যার জেরে ক্ষতি হয়েছে প্রায় ৪হাজার বাড়ির। গুয়াহাটির বেশির জায়গা জলমগ্ন। চলাচলরে জন্য ভরসা নৌকা, কলার ভেলা। পানীয় জলের সঙ্কট চরমে। জলবাহিত রোগের প্রকোপ বাড়ার আশঙ্কা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/দেশ/
বন্যায় বিপর্যস্ত অসম, জলমগ্ন রাস্তাঘাট, গৃহহীন অসংখ্য