TRENDING:

এবার ইউএপিএ প্রয়োগ হবে ছাত্রনেতা উমর খলিদের বিরুদ্ধে, শিলমোহর দিলেন কেজরিই!

Last Updated:

এখান থেকেই নতুন জল্পনার জন্ম হচ্ছে। দিল্লিতে সিএএ বিরোধী আন্দোলনকে পুরোমাত্রায় সমর্থন করেছিলেন অরবিন্দ কেজরিওয়াল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: দিল্লি হিংসা জড়িত সন্দেহে গ্রেফতার জওহরলাল নেহরু বিশ্ববিদ্য়ালয়ের প্রাক্তন ছাত্রনেতা উমর খলিদের বিরুদ্ধে এবার ইউএপিএ অর্থাৎ বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন প্রযুক্ত হতে চলেছে। শুক্রবার এই বিষয়ে অনুমোদন এসেছে দিল্লির কেজরিওয়াল সরকারের পক্ষ থেকে। ইতিমধ্যেই সবুজ সংকেত এসে গিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে।
advertisement

দিল্লিতে হিংসায় মদত দিয়েছেন উম, সিএএ বিরোধী সমাবেশ আয়োজনে নেতৃত্ব দিয়েছেন, উস্কানিমূলক বার্তা দিয়েছেন, এই ধরনের অভিযোগ নিয়ে উমরের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। চলে দফায় দফায় জিজ্ঞাসাবাদ। ১৪ সেপ্টেম্বর তাঁকে গ্রেফতার করে দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল। তখনই তাঁর বিরুদ্ধে দমনমূলক ইউএপিএ ধারা দেওয়া হয়েছিল। এই গ্রেফতারির বিরোধিতা করেন নোয়াম চমস্কি, মীরা নায়ার, অমিতাভ ঘোষ, সলমন রুশদির মতো আন্তর্জাতিক ব্যক্তিত্বরা।

advertisement

ইউপিএ ধারায় মামলা দায়ের করলেও এতদিন তাঁর ১৩ নং ও ১৬,১৭,১৮ নং ধারা প্রয়োগ করতে পারেনি স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্ত দিল্লি পুলিশ। কারণ এর জন্য প্রয়োজন রাজ্য কেন্দ্রের অনুমোদন। দিল্লি পুলিশ সূত্রের খৰর, দুই তরফেই অনুমোদন মিলেছে।

তবে এখান থেকেই নতুন জল্পনার জন্ম হচ্ছে। দিল্লিতে সিএএ বিরোধী আন্দোলনকে পুরোমাত্রায় সমর্থন করেছিলেন অরবিন্দ কেজরিওয়াল। ষড়যন্ত্রের মামলা আনা হয়েছিল তাঁরই দলের সদস্য তাহির হুসেনের বিরুদ্ধে। এখন তিনিই এই মামলায় শিলমোহর কেন দিচ্ছেন তবে?

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

নতুন রসায়নের ইঙ্গিত? কথা চলছে সব মহলে।

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
এবার ইউএপিএ প্রয়োগ হবে ছাত্রনেতা উমর খলিদের বিরুদ্ধে, শিলমোহর দিলেন কেজরিই!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল