TRENDING:

২০১৪-তে কেন ডুবল কংগ্রেস? প্রণব মুখোপাধ্যায়ের বইয়ে সনিয়া-মনমোহনকে নিয়ে প্রশ্ন

Last Updated:

২০০৪ সালে তাঁর জায়গায় মনমোহন সিং-কে সনিয়া গান্ধি প্রধানমন্ত্রী পদের জন্য বেছে নেওয়ায় প্রণব যে হতাশ হয়েছিলেন তা রাজনৈতিক মহলের অজানা নয়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দিল্লি: একের পর এক নির্বাচনে ভরাডুবির পরে ঘুরে দাঁড়ানোর পথ খুঁজছে কংগ্রেস৷ দলের মধ্যে থেকেই নেতৃত্বে পরিবর্তনের দাবি জোরাল হলেও তা নিয়ে এখনও দৃঢ় কোনও পদক্ষেপ করেনি হাইকম্যান্ড৷ এই পরিস্থিতিতে কংগ্রেসের অস্বস্তির কারণ হয়ে দাঁড়াতে পারে প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের লেখা একটি বই৷ যেখানে তিনি রাখঢাক না করেই স্বীকার করেছেন, তিনি রাষ্ট্রপতি হওয়ার পর রাজনৈতিকভাবে দিশাহীন হয়েই ২০১৪ সালে বিপর্যয় ডেকে এনেছিল কংগ্রেস৷ বলা ভাল, নিজের বইতে সনিয়া গান্ধি এবং মনমোহন সিং-এর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে দিয়েছেন প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি৷
advertisement

প্রণব মুখোপাধ্যায়ের লেখা 'দ্য প্রেসিডেন্সিয়াল ইয়ার্স' নামে এই বইটি আগামী জানুয়ারি মাসে প্রকাশিত হওয়ার কথা৷ মূলত তাঁর সুদীর্ঘ রাজনৈতিক জীবনের নানা অভিজ্ঞতার স্মৃতিচারণা এই বইতে করেছিলেন প্রণব মুখোপাধ্যায়৷ মনমোহন সিং-এর নেতৃত্বাধীন ইউপিএ-এর উত্থান- পতনের কারণগুলি তাঁর থেকে ভাল কেউ জানতেন না৷ ফলে এই বই কংগ্রেসের নেতৃত্ব সংকট নিয়ে ফের নতুন করে বিতর্ক তৈরি করতে পারে৷

advertisement

২০০৪ সালে তাঁর জায়গায় মনমোহন সিং-কে সনিয়া গান্ধি প্রধানমন্ত্রী পদের জন্য বেছে নেওয়ায় প্রণব যে হতাশ হয়েছিলেন তা রাজনৈতিক মহলের অজানা নয়৷ কারণ অভিজ্ঞতার নিরিখে তিনি মনমোহনের থেকে অনেকটাই এগিয়ে ছিলেন৷ তাঁর তুলনায় কম অভিজ্ঞ মনমোহনের অধস্তন হয়ে কাজ করতে হওয়ায় আরও বেশি হতাশ ছিলেন প্রণব৷ রাজনৈতিক ভাবে মনমোহনের অভিজ্ঞতা কম থাকায় ইউপিএ আমলে বিভিন্ন ক্যাবিনেট বৈঠকে তাই মতবিরোধও নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছিল৷

advertisement

ফলে ইউপিএ আমলে একের পর এক দুর্নীতি, কেলেঙ্কারির অভিযোগ ওঠার পরেও কংগ্রেস প্রধানমন্ত্রী পদে মনমোহন সিংকে বদল না করে ভুল করেছিল কি না, সেই প্রশ্নও পরে উঠেছে৷ কারণ দলের মধ্যে বিক্ষোভ হোক বা জোট সঙ্গীদের ব্ল্যাকমেল করার চেষ্টা- সবক্ষেত্রেই পরিস্থিতি সামাল দিতে সমস্যায় পড়তেন মনমোহন৷

জানা গিয়েছে, নিজের বইতে প্রণব লিখেছেন, 'কংগ্রেসের অনেক সদস্যই বিশ্বাস করতেন যে ২০০৪ সালে আমাকে প্রধানমন্ত্রী করলে হয়তো ২০১৪ সালে লোকসভা নির্বাচনে দলকে এ ভাবে পরাজিত হতে হত না৷ আমি এই মতের শরিক না হলেও বিশ্বাস করি, রাষ্ট্রপতি হিসেবে আমি দায়িত্ব গ্রহণের পর কংগ্রেস নেতৃত্ব রাজনৈতিক ভাবে দিশাহীন হয়ে পড়েছিলেন৷ একদিকে সনিয়া গান্ধি দলের ভিতরের ক্ষোভ বিক্ষোভ সামাল দিতে ব্যর্থ হয়েছিলেন, অন্যদিকে সংসদ থেকে মনমোহন সিং-এর দীর্ঘ অনুপস্থিতি দলের সাংসদদের সঙ্গে তাঁর ব্যক্তিগত দূরত্ব তৈরি করেছিল৷ ' প্রসঙ্গত, দ্বিতীয় ইউপিএ সরকারের আমলেই ২০১২ সালে রাষ্ট্রপতি নির্বাচিত হন প্রণব মুখোপাধ্যায়৷

advertisement

ইউপিএ ২-এর মাঝপথেই প্রধানমন্ত্রীর পদে কিছুটা হলেও যেন আগ্রহ হারিয়েছিলেন মনমোহন সিং৷ আর সেই সময়ই নরেন্দ্র মোদির উত্থান৷ কংগ্রেসের অনেকেই মনে করেন, ওই সময় রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন এমন কাউকে প্রয়োজন ছিল যিনি বিজেপি এবং আরএসএস -এর মোকাবিলা করার উপায় জানেন৷ ইউপিএ-২ সরকারের পতনের অন্যতম কারণ হিসেবে অন্না হাজারের আন্দোলনকে ধরা হয়৷ প্রণব মুখোপাধ্যায়ে অন্না হাজার সহ আন্দোলনকারীদের সঙ্গে আলোচনার পক্ষপাতী ছিলেন না৷ কিন্তু মনমোহন সিং এবং সরকারের অন্যান্যরা চেয়েছিলেন আলোচনা হোক৷ কিন্তু আলোচনায় আগ্রহী হলেও বিষয়টি নিয়ে আত্মবিশ্বাসী ছিলেন মনমোহন সহ সরকারের বাকি মন্ত্রীরা৷ পরিস্থিতি সামাল দিতে তখন প্রণব মুখোপাধ্যায়কেও আলোচনায় যোগ দিতে একরকম বাধ্য করে দল৷

advertisement

মনমোহন সিং-কে নিয়ে বার বার প্রশ্ন ওঠার পরেও প্রধানমন্ত্রী বদল করার কোনও প্রস্তাব পত্রপাঠ খারিজ করে দিতেন সনিয়া গান্ধি৷ এমন কি, মনমোহন সিং-এর সায় থাকলেও সেই সময় রাহুল গান্ধিকে প্রধানমন্ত্রী পদে বসাতে রাজি হননি সনিয়া৷ শেষ পর্যন্ত অবশ্য ২০১৪ সালের নির্বাচনের ফল প্রকাশের পর বোঝা যায়, হয়তো প্রণব মুখোপাধ্যায়কেই প্রধানমন্ত্রী পদে বসালে ভাল করত কংগ্রেস৷

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

Pallavi Ghosh

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
২০১৪-তে কেন ডুবল কংগ্রেস? প্রণব মুখোপাধ্যায়ের বইয়ে সনিয়া-মনমোহনকে নিয়ে প্রশ্ন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল