TRENDING:

Bombay High Court: 'তীর্থে না নিয়ে গিয়ে বাবা-মাকে আদালতে টেনে আনছে সন্তান!' ছেলের আবেদন খারিজ করে মন্তব্য বম্বে হাইকোর্টের

Last Updated:

আদালত স্পষ্ট নির্দেশ দিয়েছে, এই মামলার আবেদনকারীকে নিজের বাবা-মায়ের যত্ন নিতে হবে এবং তাঁদের দেখাশোনা করতে হবে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
তীর্থে না নিয়ে গিয়ে ছেলেমেয়েরা এখন বাবা-মায়েদের আদালতে টেনে আনছে৷ এতেই প্রমাণিত হয় যে সন্তানদের বড় করার ক্ষেত্রেই কোনও সমস্যা থেকে যাচ্ছে৷ নিজের প্রবীণ বাবা-মাকে বাড়িতে ঢোকা থেকে বিরত করতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন ছেলে৷ ছেলের সেই আর্জি খারিজ করে দেওয়ার সময় রায় দিতে গিয়ে এমনই মন্তব্য করল বম্বে হাইকোর্ট৷
বাড়িতে প্রবীণ বাবা-মায়ের প্রবেশ আটকাতে আদালতে ছেলে৷ প্রতীকী ছবি৷
বাড়িতে প্রবীণ বাবা-মায়ের প্রবেশ আটকাতে আদালতে ছেলে৷ প্রতীকী ছবি৷
advertisement

রায় দিতে গিয়ে বিচারপতি জিতেন্দ্র জৈন মন্তব্য করেন, ‘হিন্দু পুরাণের চরিত্র শ্রাবণ কুমারের মতো বৃদ্ধ বাবা-মাকে তীর্থে নিয়ে যাওয়া উচিত সন্তানদের৷ তা না করে উল্টে সেই বাবা-মাকেই শেষ জীবনে আদালতে টেনে আনছেন অনেক সন্তান৷’ আবেদনকারীর আর্জি ছিল, তাঁর বাবা মা যেন চিকিৎসার জন্য মুম্বইয়ে এলে গোরেগাঁওতে তাঁর বাড়িতে এসে থাকতে না পারেন৷ ২০১৮ সালে একটি নিম্ন আদালত ছেলের এই আর্জি খারিজ করে দেয়৷ নিম্ন আদালতের সেই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন ছেলে৷ বৃহস্পতিবার ছেলের আর্জি খারিজ করে দিয়ে নিম্ন আদালতের সেই রায়কেই বহাল রাখে বম্বে হাইকোর্ট৷

advertisement

রায় দিতে গিয়ে আক্ষেপের সুরে বিচারপতি জৈন বলেন, ‘এই মামলাটিও সেরকমই দুর্ভাগ্যজনক পরিস্থিতির উদাহরণ যেখানে বৃদ্ধ বাবা-মায়ের যত্ন না নিয়ে তাঁদের বিরুদ্ধেই মামলা করছেন ছেলে৷’

বিচারপতি জৈন বলেন, ‘আমাদের নৈতিকতার এতটাই অধঃপতন ঘটেছে যে আমরা শ্রাবণ কুমারের কথাও ভুলে যাচ্ছি৷ যিনি নিজের প্রবীণ বাবা-মাকে তীর্থে নিয়ে যাওয়ার জন্য নিজের জীবনও দিয়ে দিয়েছিলেন৷’ শ্রাবণ কুমারের কথা রামায়ণেও উল্লেখ করা হয়েছে৷ বাবা-মায়ের প্রতি কর্তব্যপরায়ণতার জন্যই এই হিন্দু পুরাণের এই চরিত্রটি বিখ্যাত৷

advertisement

বিচারপতি আরও বলেন, ‘আজকের দিনে ছেলেমেয়েদের বড় করার ক্ষেত্রে নিশ্চয়ই কোনও খামতি থেকে যাচ্ছে৷ তা না হলে এভাবে কেউ নিজের বৃদ্ধ বাবা-মাকে তীর্থে নিয়ে যাওয়ার বদলে আদালতে টেনে আনতে পারে না৷ বাবা-মায়ের যত্ন নেওয়া সন্তানের পবিত্র এবং নৈতিক কর্তব্য বলেও উল্লেখ করেন বিচারপতি৷ তিনি বলেন, বাবা-মাকে ভালবাসলে, তাঁদের যত্ন নিলে, সম্মান দিলে একটি বৃত্ত সম্পূর্ণ হয়৷ এটি শুধু বাবা-মায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ নয়, ঈশ্বরের সেবা করার সমান৷ কিন্তু দুঃখের বিষয় হল বাস্তবে এর ঠিক উল্টোটাই ঘটছে৷ বাবা মা দশজন ছেলেমেয়েকেও যত্ন নিয়ে বড় করতে পারেন৷ কিন্তু দশজন ছেলেমেয়ে মিলে বাবা-মায়ের দায়িত্ব নিতে পারে না৷’

advertisement

আদালত স্পষ্ট নির্দেশ দিয়েছে, এই মামলার আবেদনকারীকে নিজের বাবা-মায়ের যত্ন নিতে হবে এবং তাঁদের দেখাশোনা করতে হবে৷ বর্তমানে ওই দম্পতি নিজেদের সেজ ছেলের সঙ্গে কোলহাপুরে থাকেন৷ কিন্তু জে জে হাসপাতালে চিকিৎসার জন্য প্রায়শই তাঁদের মুম্বইয়ে আসতে হয়৷

সেরা ভিডিও

আরও দেখুন
নতুন বছরে শুরুতেই নতুন করে সেজে উঠছে কাটোয়া! চলছে উন্নয়ন যজ্ঞ, খুশি বাসিন্দারা
আরও দেখুন

হাইকোর্ট নির্দেশ দিয়েছে, ওই প্রবীণ দম্পতি মুম্বই এসে পৌঁছলে আবেদনকারী এবং তাঁর স্ত্রীকে তাঁদের আনতে যেতে হবে৷ শুধু তাই নয়, নিজেদের বাড়িতে বাবা-মাকে নিয়ে এসে রাখতে হবে আবেদনকারী ওই ব্যক্তিকে৷ তাঁদের চিকিৎসা করাতেও নিয়ে যেতে হবে ছেলেকে৷ এই নির্দেশের অন্যথা হলে অথবা ওই প্রবীণ দম্পতির কোনও অসুবিধা হলে তা আদালত অবমাননার সমান হবে এবং ওই দম্পতির ছেলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেই সতর্ক করে দিয়েছে বম্বে হাইকোর্ট৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Bombay High Court: 'তীর্থে না নিয়ে গিয়ে বাবা-মাকে আদালতে টেনে আনছে সন্তান!' ছেলের আবেদন খারিজ করে মন্তব্য বম্বে হাইকোর্টের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল