৩২০ থেকে ৪৭৫ জন যাত্রী ধারণ ক্ষমতার ইরানি ক্যারিয়ার মাহান এয়ার দ্বারা পরিচালিত এয়ারবাস A340 ইরানের তেহরান থেকে চিনের গুয়াংজুতে যাচ্ছিল। মহান এয়ার ফ্লাইটটিতে বোমাতঙ্কের হুমকি পাওয়ার পরে দিল্লি বিমানবন্দর ATC-এর সঙ্গে যোগাযোগ করেছিল এবং অবিলম্বে দিল্লিতে অবতরণ করার অনুমতি চাওয়া হয়।
আরও পড়ুন: বড় অঘটন ঘটতে পারে, শহরের দুই মণ্ডপে প্রবেশ নিষিদ্ধ করে দিল প্রশাসন!
এদিকে, ইরান থেকে চিনগামী ওই বিমানে বোমাতঙ্কের জেরে পঞ্জাব ও যোধপুর থেকেও ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান পাঠানো হয় যাতে ওই বিমান ভারতে অবতরণ করতে না পারে। সংবাদসংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, চিনগামী ওই বিমানটি দিল্লিতে জরুরি অবতরণের অনুমতি চেয়েছিল। বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার কারণেই জরুরি অবতরণের অনুমতি চাওয়া হয়েছিল বলে জানানো হয়।
আরও পড়ুন: ভেঙে পড়ল মুখ্যমন্ত্রীর উদ্বোধন করা মণ্ডপ, কেঁদে ফেললেন বিধায়ক!
কিন্তু সকাল ৯টা ২০ মিনিট নাগাদ পুলিশের কাছে একটি ফোন আসে। তাতে বলা হয়, তেহরান থেকে আগত ওই বিমানে বোমা রয়েছে। সেই সময় বিমানটি ভারতীয় এয়ারস্পেসেই ছিল। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় এয়ার ট্রাফিক কন্ট্রোলে। ভারতের কোথাও যাতে বিমানটি অবতরণ করতে না পারে এবং আকাশে যাতে কোনও দুর্ঘটনা বা বিপত্তি না ঘটে, তার জন্য পঞ্জাব ও যোধপুরের এয়ারবেস থেকে যুদ্ধবিমানও আনা হয়। দিল্লি বিমানবন্দরের কাছে ওই বিমানটি অবতরণের অনুমতি চাইলেও, সেই অনুমতি দেওয়া হয়নি। বিমানটি যোধপুরে অবতরণ করার পরামর্শ দেওয়া হয়। কিন্তু পরে তাও বাতিল করা হয়। এরপর বিমানটি চিনের দিকেই রওনা দিয়েছে বলে খবর।