মঙ্গলবার বোমাতঙ্ক ছড়িয়ে পড়েছিল দিল্লিগামী বেশ কয়েকটি জেটএয়ারওয়েজ উড়ানে ৷ বিমানবন্দর সূত্রে খবর, এরকম জরুরী অবস্থায় প্লেনকে বিমানবন্দরে নিয়ে এসে তল্লাশি করা হলে, খরচা পড়ে ঘণ্টায় প্রায় ৭ লক্ষ টাকা !
Location :
First Published :
March 23, 2016 6:09 PM IST