বুধবারই প্রকাশ্যে আসে দু’টি ভিডিও ৷ গত ২৩ এপ্রিল গুজরাতে ২৬টি লোকসভা আসনে নির্বাচন হয় ৷ প্রথম ভিডিওটিতে দেখা যাচ্ছে, সাদা প্যান্ট-জামা পরে পোলিং বুথে ঢোকে এক ব্যক্তি ৷ ঘরের ভিতরের টেবিলে এক কোণায় বেশ কয়েকটি ডকুমেন্টস পড়েছিল ৷ সেই সমস্ত ডকুমেন্টসই সাক্ষর করেন তিনি ৷ মুহূর্তের মধ্যে ভিডিওটি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়াতে ৷ বিরোধীদের দাবি, গুজরাতের সানান্দ তেহসিলের বাপুপুরা বুথ কেন্দ্রে ছাপ্পা ভোট চলছিল ৷
advertisement
রাজ্যসভার বাইরে এসে এই প্রথম লোকসভার পিচে বিজেপি সভাপতি অমিত শাহ। তাঁর চ্যালেঞ্জ কংগ্রেসের সিজে চাভেদা। তিনি গুজরাত উত্তরের কংগ্রেসের বিধায়ক। এই ভিডিওটির পরিপ্রেক্ষিতে তিনি জালি করেছেন, ‘গতকালই আমি এই ভিডিওটি পাই ৷ তৎক্ষণাৎ আমি জেলা প্রশাসকের কাছে অভিযোগ জানাই ৷ কিন্তু আমাকে সাফ জানিয়ে দেওয়া হয়, এই অভিযোগ ভিত্তিহীন ৷ কারণ এই অভিযোগের ভিত্তিতে যথাযথ কোনও তথ্য নেই ৷ তিনি দাবি করেছিলেন, এই ভিডিওটি হয় ভুয়ো নয়তো পূর্ববর্তী নির্বাচনের কোনও ছবি ৷’