TRENDING:

বোয়িং ড্রিমলাইনারের উইন্ডশিল্ড ক্র্যাক! কেন বার বার সমস্যায় পড়ছে এই সংস্থার বিমান? ফাঁস বড় তথ্য!

Last Updated:

বিশ্বের বিভিন্ন এয়ারলাইনের বহরে থাকা বোয়িং ড্রিমলাইনার উড়োজাহাজের ‘উইন্ডশিল্ড ক্র্যাক’ হচ্ছে ক্রমাগত। আকাশে এমন ঘটনা ঘটনায় যাত্রীদের মধ্যে ভীতি তৈরি হচ্ছে। উইন্ডশিল্ড মেরামতের জন্য এয়ারলাইনগুলোকে বাড়তি টাকা খরচ করতে হচ্ছে।

advertisement
বিশ্বজুড়ে নানান দুর্ঘটনার কারণে নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের ম্যাক্স সিরিজের উড়োজাহাজ মুখ থুবড়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান বোয়িংয়ের ড্রিমলাইনার সিরিজের উড়োজাহাজগুলোও আলোচনায় আসছে ‘উইন্ডশিল্ড ও উইন্ডো ক্র্যাক’ হওয়ার ঘটনায়। বিশ্বের বিভিন্ন এয়ারলাইনের বহরে থাকা বোয়িং ড্রিমলাইনার উড়োজাহাজের ‘উইন্ডশিল্ড ক্র্যাক’ হচ্ছে ক্রমাগত। আকাশে এমন ঘটনা ঘটনায় যাত্রীদের মধ্যে ভীতি তৈরি হচ্ছে। উইন্ডশিল্ড মেরামতের জন্য এয়ারলাইনগুলোকে বাড়তি টাকা খরচ করতে হচ্ছে।
বিশ্বের বিভিন্ন এয়ারলাইনের বহরে থাকা বোয়িং ড্রিমলাইনার উড়োজাহাজের ‘উইন্ডশিল্ড ক্র্যাক’ হচ্ছে ক্রমাগত। আকাশে এমন ঘটনা ঘটনায় যাত্রীদের মধ্যে ভীতি তৈরি হচ্ছে। উইন্ডশিল্ড মেরামতের জন্য এয়ারলাইনগুলোকে বাড়তি টাকা খরচ করতে হচ্ছে।
বিশ্বের বিভিন্ন এয়ারলাইনের বহরে থাকা বোয়িং ড্রিমলাইনার উড়োজাহাজের ‘উইন্ডশিল্ড ক্র্যাক’ হচ্ছে ক্রমাগত। আকাশে এমন ঘটনা ঘটনায় যাত্রীদের মধ্যে ভীতি তৈরি হচ্ছে। উইন্ডশিল্ড মেরামতের জন্য এয়ারলাইনগুলোকে বাড়তি টাকা খরচ করতে হচ্ছে।
advertisement

মেরামতের সময় মডিফায়েড উইন্ডশিল্ড দিচ্ছে বোয়িং। ফলে নতুন উড়োজাহাজ ড্রিমলাইনারে উইন্ডশিল্ডে ফাটল ধরার ঘটনায় বোয়িংয়ের নির্মাণ ত্রুটি নিয়েও প্রশ্ন উঠেছে। বোয়িংয়ের ড্রিমলাইনার সিরিজে তিনটি মডেল রয়েছে। এগুলো হচ্ছে ৭৮৭-৮ ড্রিমলাইনার, ৭৮৭-৯ ড্রিমলাইনার, ৭৮৭-১০ ড্রিমলাইনার। এ তিনটি মডেলের উড়োজাহাজের প্রযুক্তিগত বৈশিষ্ট্য প্রায় একই ধরনের হলেও আকার-আয়তনে ভিন্ন। ৭৮৭-৮ ড্রিমলাইনারের দৈর্ঘ্য ১৮৬ ফুট। ৭৮৭-৯ ড্রিমলাইনারের দৈর্ঘ্য ২০৬ ফুট এবং ৭৮৭-১০ ড্রিমলাইনারের দৈর্ঘ্য ২২৪ ফুট।

advertisement

‘আর একটু হলেই মাথায়…!’ এয়ার ইন্ডিয়ার জ্বলন্ত প্লেন ভেঙে পড়ছিল যখন, ৪০ সেকেন্ড দূরে! যা করলেন এই ব্যক্তি

প্রযুক্তিগত উন্নয়নের কারণে সারা বিশ্বে ড্রিমলাইনারের জনপ্রিয়তা রয়েছে। কম্পোজিট ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হওয়ায় এ উড়োজাহাজ ওজনে হালকা। দীর্ঘ সময় ভ্রমণেও যাত্রীরা যেন ক্লান্তিতে না ভোগেন, সে জন্য ড্রিমলাইনারের ভেতরের এয়ার কম্প্রেসার সিস্টেম অন্যান্য উড়োজাহাজের তুলনায় উন্নত।বেশ কয়েক বছর ধরে ইউরোপ, আমেরিকা, এশিয়ার বিভ্ন্নি এয়ারলাইনের ‘বোয়িং ড্রিমলাইন ৭৮৭’ সিরিজের উড়োজাহাজে ককপিট উইন্ডো ও উইন্ডশিল্ড ক্র্যাক হওয়ার ঘটনা ঘটেছে।২০২৪ সালের ২০ জানুয়ারি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ড্রিমলাইনার উড়োজাহাজের উইন্ডশিল্ড ক্র্যাক হয় মাঝ আকাশে।

advertisement

ঢাকা থেকে দাম্মামগামী ফ্লাইটের ককপিটের উইন্ডশিল্ডে (সামনের অংশের কাচ) ফাটল দেখা দেয়। ঢাকা থেকে ওড়ার দুই ঘণ্টা পর উড়োজাহাজটি আবারও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসে। বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজটিতে ২৮৫ জন যাত্রী ও ১২ জন ক্রু ছিলেন।এর আগে ২০২২ সালে আগস্টে কাতারের দোহাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটকে (বিজি ৩২৫) ভারতের আকাশ থেকে ঢাকায় ফিরে আসতে হয়েছিল উইন্ডশিল্ড ক্র্যাক (ফাটল) হওয়ার কারণে। বিমানের ওই উড়োজাহাজটি ছিল বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার, যার নাম ‘আকাশবীণা’। ভারতের দিল্লির আকাশসীমায় গেলে সেটির উইন্ডশিল্ডে ক্র্যাক (ফাটল) হয়।ভিয়েতনাম এয়ারলাইন্সের একটি ড্রিমলাইনার উড়োজাহাজের ককপিটের জানালায় ফাটল ধরে ২০২৩ সালের ২৬ ডিসেম্বর। ভিয়েতনামের টান সন নাট ইন্টারন্যাশনাল বিমানবন্দর থেকে ওই ফ্লাইটটি উড্ডয়ন করেছিল জাপানের নারিতা ইন্টারন্যাশনাল বিমানবন্দরের উদ্দেশে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

উড়োজাহাজটি ছিল বোয়িংয়ের তৈরি ৭৮৭-৯ ড্রিমলাইনার (রেজিস্ট্রেশন ভিএন-এ৮৬৭)। ভূমি থেকে ৪১ হাজার ফুট উচ্চতায় ‍উড়ে যাওয়ার সময় সেটির ককপিটের বাম পাশের জানালার ফাটল ধরে। পরে পাইলট বাতাসের উচ্চচাপ থেকে সুরক্ষার জন্য উড়োজাহাজটিকে নিচে নামিয়ে ৩১ হাজার ফুটে নিয়ে আসেন।২০১৮ সালের আগস্টে কলকাতা থেকে দিল্লি যাওয়ার পথে এয়ার ইন্ডিয়ার একটি ড্রিমলাইনারের উইন্ডশিল্ডে ফাটল দেখা দেয়। ২০১৯ সালের নভেম্বরে মাঝ আকাশে এয়ার কানাডার একটি ড্রিমলাইনারের উইন্ডশিল্ডে ফাটল ধরলে পাইলট গন্তব্যে না গিয়ে দ্রুত নিকটবর্তী বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণ করান। ২০২৩ সালের জুনে এয়ার নিউজিল্যান্ডের একটি ড্রিমলাইনারের ককপিটের জানালা ক্র্যাক হয়।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
বোয়িং ড্রিমলাইনারের উইন্ডশিল্ড ক্র্যাক! কেন বার বার সমস্যায় পড়ছে এই সংস্থার বিমান? ফাঁস বড় তথ্য!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল