মাত্র আট বছর বয়সেই ওষুধের প্রতিক্রিয়ায় দৃষ্টিশক্তি হারায় আংমো। তারপরেই চলে বিশেষ পদ্ধতিতে পড়াশোনা সঙ্গে খেলাধুলা। ছোট থেকেই পাহাড় চড়ার নেশাতে একাধিক প্রশিক্ষণের পাশাপাশি ট্রেকিং শুরু করে আংমো।
advertisement
এভারেস্ট জয়ের আগে আংমো নেপালের ৬ হাজার মিটার উচ্চতার লবুচে শৃঙ্গ জয়, এভারেস্ট বেসক্যাম্প ট্রেকিং-সহ একাধিক ছোট ছোট শৃঙ্গ আরোহন করেছে। তবে এভারেস্ট জয় যা সব কিছুকেই পিছিয়ে ফেললেও আংমোর দাবি সে ছোট থেকে বড় হতে শিখেছে তাই শৈশব থেকে পাওয়া শিক্ষা সে ভুলতে চায়না।
advertisement
এভারেস্ট অভিযানের শুরুতে সে তাঁর সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে লেখেন- নারী শক্তির উত্থান ও প্রতিবন্ধীকতাকে জয় করতেই তাঁর সেই এভারেস্ট অভিযান।
দেবাশীষ চক্রবর্তী
Location :
Kolkata,West Bengal
First Published :
May 20, 2025 5:28 PM IST