TRENDING:

Black Magic? মাটি খুঁড়তেই গোটা পরিবার! একে অপরকে জড়িয়ে

Last Updated:

জানা গিয়েছে, মৃতদের নাম কৃষ্ণণ (৫২), সুশীলা (৫০) ও তাঁদের মেয়ে আর্শা (২১) ও ছেলে অর্জুন (১৯)৷ গোটা পরিবারটিই শেষ৷ মাটির তলায় একে অপরকে জড়িয়ে রয়েছেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কেরল: বুরারি কাণ্ডের ছায়া এ বার কেরলে৷ বাড়ির উঠোনে একই পরিবারের ৪টি দেহ৷ মাটির নীচে সমাধিস্থ৷ একে অপরকে জড়িয়ে রয়েছেন৷ যেন দেহের স্তূপ৷ প্রত্যেকের দেহেই ছুরির গভীর ক্ষত৷ বুধবার সকালে কেরলের ইড়ুক্কি জেলার একটি বাড়িতে দেহগুলি উদ্ধার হয়েছে৷ কালোজাদু বা ঝাড়ফুঁক তত্ত্বই উঠে আসছে প্রাথমিক তদন্তে৷
advertisement

আরও পড়ুন: বুরারি কাণ্ডের মতোই হাড় হিম করা ৫ রহস্য 

জানা গিয়েছে, মৃতদের নাম কৃষ্ণণ (৫২), সুশীলা (৫০) ও তাঁদের মেয়ে আর্শা (২১) ও ছেলে অর্জুন (১৯)৷ গোটা পরিবারটিই শেষ৷ মাটির তলায় একে অপরকে জড়িয়ে রয়েছেন৷ প্রতিবেশীরা জানিয়েছেন, গত ৪ দিন ধরেই ওই পরিবারের সদস্যরা নিখোঁজ ছিলেন কেউই জানতেন না, তাঁরা কোথায়৷

advertisement

প্রতিবেশীরা জনিয়েছেন, কৃষ্ণণ ওই পরিবারের কর্তা চাষের কাজের পাশাপাশি ঝাড়ফুঁক, জাদুটোনা করতেন৷ তাই এই ঘটনার পিছনে ঝাড়ফুঁক তত্ত্ব থাকতে পারে বলে মনে করা হচ্ছে৷

গত ২৯ জুলাই পরিবারটির এক আত্মীয় বাড়িতে যান৷ তিনি ঢুকে দেখেন দেওয়াল ও মাটিতে চাপ চাপ রক্ত লেগে রয়েছে৷ পুলিশে খবর দেন৷ কিন্তু পুলিশ এসে কোনও দেহ খুঁজে পায়নি৷ পরের দিন আবার তল্লাশি শুরু হয়৷ শেষ পর্যন্ত বুধবার বিকেলে পুলিশ দেহগুলির হদিশ পায় উঠোনে আলগা মাটির নীচে৷ বাড়ির পিছনে উঠোনে মাটি খুঁড়তেই একটির উপর একটি জড়িয়ে রয়েছে দেহগুলি৷ দেহগুলি উদ্ধার করে কোট্টাম মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে৷

advertisement

VDO: বুরারি কাণ্ডে প্রেতাত্মা-যোগ?

বাংলা খবর/ খবর/দেশ/
Black Magic? মাটি খুঁড়তেই গোটা পরিবার! একে অপরকে জড়িয়ে