এই ঘটনায় অভিযুক্ত হিসাবে রসগাঁও এলাকার সাহপাউ থানার অন্তর্গত ডি এল পাবলিক স্কুলের ডিরেক্টরের পিতা-সহ মোট পাঁচ জনকে আটক করা হয়েছে। ইতিমধ্যেই তিন শিক্ষককেও এই বিষয়ে আটক করা হয়েছে।
এই প্রসঙ্গে হাথরসের পুলিশ সুপারিনেটেনডেন্ট গ্রেফতারির বিষয় নিশ্চিত করে জানান, ” ওই শিশুটিকে স্কুলের উন্নতি এবং সাফল্যের কামনায় গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়।” সূত্রের খবর, এই ঘটনাটি ঘটেছে গত ২২ সেপ্টেম্বর।
advertisement
আরও পড়ুন: পদাতিক এক্সপ্রেসের সময় বদল! উত্তরবঙ্গগামী অন্যান্য ট্রেনের সময় পরিবর্তন, বড় খবর
পুলিশি তদন্তে উঠে এসেছে, ডি এল পাবলীক স্কুলের ডিরেক্টর দীনেশ বাঘেলের পিতা যশধন সিং কালো জাদুতে বিশ্বাস করেন। এবং তারপরেই পিতা-পুত্র এবং আরও তিন শিক্ষক মিলে স্কুলের খ্যাতি কামনায় এক শিশুকে ‘বলি’ দেওয়ার পরিকল্পনা করেন।
আরও পড়ুন: দার্জিলিং-ডুয়ার্স হয়ে অসম ছুটবে ট্রেন, ছুঁয়ে ফেলবে মিজোরামকে? রেলের বড় পদক্ষেপ
গত ৬ সেপ্টেম্বর একবার শিশুটি হত্যা করার চেষ্টা করা হয় কিন্তু সে যাত্রায় প্রাণে বেঁচে যায় শিশুটি। কিন্তু, গত ২২ সেপ্টেম্বর আর ভাগ্য সহায় হয়নি খুদে শিশুটির। হস্টেলের পাশে একটি কুয়োর ধারে তাঁকে গলায় ফাঁস দেওয়া হয়। শিশুটি সেখানেই অজ্ঞান হয়ে পড়ে। শিশুটির জ্ঞান ফিরে আসায় আতঙ্কিত হয়ে শিশুটিকে হত্যা করে অভিযুক্তরা।
এই হত্যার বিষয়ে তদন্ত চলছে বলে জানানো হয়েছে পুলিশ সূত্রে।