তিরুঅনন্তপুরম পুরনিগমে মোট ১০১টি আসন রয়েছে৷ তার মধ্যে ৫০ জন বিজেপি কাউন্সিলর এবং নির্দল কাউন্সিলরের সমর্থন পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন বিজেপি-র রাজ্য সম্পাদক ভি ভি রাজেশ৷
অন্যদিকে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউডিএফ-এর মেয়র পদপ্রার্থী কে এস সবরিনাথন পেয়েছেন মাত্র ১৭টি ভোট৷ বামেদের এলডিএফ-এর মেয়র পদপ্রার্থী আর পি শিবাজি পেয়েছেন ২৯টি ভোট৷ ইউডিএফ-এর মেয়র পদপ্রার্থীর সমর্থনে পড়া দুটি ভোট পড়ে বাতিল ঘোষণা করা হয়৷
advertisement
জয়ের সম্ভাবনা থাকায় মেয়র নির্বাচনকে অত্যন্ত গুরুত্ব দিয়েই দেখেছিল বিজেপি শিবির৷ যে কোনও মূল্যে জয় ছিনিয়ে নিতে মরিয়া ছিলেন কেরলের বিজেপি নেতৃত্ব৷ রাজ্য বিজেপি সভাপতি রাজীব চন্দ্রশেখর, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ভি মুরলিধরনরা তিরুঅনন্তপুরম পুরনিগমে মেয়র নির্বাচনের সময় উপস্থিত ছিলেন৷ ফল ঘোষণার পরই মেয়র হিসেবে শপথ নেন আর আর রাজেশ৷
প্রায় চার দশক ধরে তিরুঅনন্তপুরম পুরনিগম নিজেদের দখলে রেখেছিল বাম গণতান্ত্রিক জোট বা এলডিএফ৷ ফলে এই জয় বিজেপি শিবিরের কাছে আরও তাৎপর্যপূর্ণ৷
জয়ের পর আর আর রাজেশ বলেছেন, আমরা সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাব৷ ১০১টি ওয়ার্ডেই সমানভাবে উন্নয়ন হবে৷ দেশের অন্যতম উন্নত শহর হিসেবে তিরুঅনন্তপুরমকে গড়ে তোলা হবে৷ একই সঙ্গে রাজেশ বিজেপি-র এই জয়কে ঐতিহাসিক বলেও দাবি করেছেন৷ তাঁর আরও দাবি, কেরলের রাজনীতিতে এই জয়ের সুদুরপ্রসারী প্রভাব পড়বে৷
আগামী বছর কেরলে বিধানসভা নির্বাচন৷ তার আগে রাজধানী তিরুঅনন্তপুরমে বিজেপি-র এই জয় নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ৷
