ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০২৪ লোকসভা নির্বাচনকে সামনে রেখে এই রদবদল করতে চলেছে বিজেপি। ফলে এই রদবদল যথেষ্ট তাৎপর্যপূর্ণ। বৃহস্পতিবার গুজরাটে প্রথম দফার ভোটগ্রহণ হয়। প্রথম দফার ভোটগ্রহণ পর্বে ৬০ শতাংশ ভোট পড়ে গুজরাতে। সন্ধে ৫টায় ভোটদান পর্ব শেষে জানা যায় সারাদিনে গুজরাতে সাকুল্যে ভোট দিয়েছেন মাত্র ৬০.২০ শতাংশ মানুষ।
advertisement
সৌরাষ্ট্র, কচ্ছ এবং দক্ষিণ গুজরাতের ১৯টি জেলার ৮৯ আসনে ভোটগ্রহণ হয়। ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেন ৭৮৮ জন প্রার্থী। তার মধ্যে বিজেপি ও কংগ্রেসের ৮৯ জন প্রার্থী ছিলেন। আপের ছিল ৮৮ জন প্রার্থী। এছাড়াও, ভোট লড়তে নামা নির্দল প্রার্থীর সংখ্যা ছিল ৩৩৯ জন। প্রথম দফার ৭৮৮ জন প্রার্থীর মধ্যে মহিলার সংখ্যা ছিল মাত্র ৭০।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুরু হয়েছিল ভোটগ্রহণ পর্ব। চলে বিকেল ৫টা পর্যন্ত। ভোটদান ঘিরে সকাল থেকেই অবশ্য তেমন উৎসাহ চোখে পড়েনি জনসাধারণের মধ্যে। সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছিল মাত্র ৪.২%। বেলা ১১টায় তা বেড়ে ১৮.৯৫%-এ পৌঁছয়।
আরও পড়ুন, মহেশতলায় বহুতল থেকে পড়ে গেল শিশু, অবস্থা আশঙ্কাজনক
শেষে বিকেল ৩টের পরে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়, তখনও পর্যন্ত ভোট পড়েছে ৪৮.৪৮%। বিকেল ৫টার পরে সেই ভোটের হার পৌঁছয় ৬০.২০%-এ।
আরও পড়ুন, ১০ দিনে বিশ্বভারতীর পড়ুয়াদের অবস্থান বিক্ষোভ, মোদি-মমতার কাছে চিঠি
প্রথম দফার ভোটের প্রচার শেষ গিয়েছিল মঙ্গলবারই। কিন্তু বৃহস্পতিবার, অর্থাৎ, ভোটেরও দিনও জোরকদমে চলল দ্বিতীয় দফার ভোটের নির্বাচনী প্রচার। গুজরাতের কালোল-হিম্মতনগরে সভা থেকে আহমেদাবাদে ৪০ কিলোমিটারের প্রধানমন্ত্রী মোদীর রোড-শো। বৃহস্পতিবার দ্বিতীয় দফার প্রার্থীদের জন্য ভোটপ্রচারে নামেন অমিত শাহও। অন্যদিকে, রোড শোয়ে প্রচার চালান গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল।