ওই সব জনসভায় অংশ নেবেন কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপির জাতীয় স্তরের নেতারা। কেন্দ্রের বিজেপি সরকারের ন’বছর পূর্তি উপলক্ষ্যে প্রধানমন্ত্রী মোদি নিজে সরকারের প্রচার কর্মসূচির সূচনা করবেন ৩০ আর ৩১ মে। বেশ কয়েকটি সমাবেশে অংশ নেবেন তিনি। বিজেপি সূত্রের খবর, তিন ধাপে গোটা কর্মসূচি পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রথম দফার কাজ অবশ্য শেষ হবে ২৫ মে-র মধ্যে। এই দফায় একেবারে তৃণমূল স্তর পর্যন্ত পৌছানোর লক্ষ্যে যে টিম গুলি তৈরি করা হবে তা্র সদস্যদের বাছাই এবং বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
advertisement
আরও পড়ুন- India’s Retail Inflation: কমছে খুচরো মুদ্রাস্ফীতির হার, বাড়ছে শিল্পে উৎপাদন, স্বস্তিতে আমজনতা!
পুরো কর্মসূচি পরিচালনার জন্য জাতীয় স্তরে ১৪ সদস্যের একটি কমিটি আর রাজ্য স্তরে সাত সদস্যের কমিটি গঠন করা হবে।পাশাপাশি কর্মসূচি সঠিকভাবে পালিত হচ্ছে কি না তা দেখার জন্য বেশ কিছু দুই সদস্যের টিম গঠন করা হবে। ওই টিমে থাকবেন একজন কেন্দ্রীয় মন্ত্রী আর অপরজন দলের সর্বভারতীয় স্তরের কোনও পদাধিকারী।
২৯ মে থেকে শুরু হবে দ্বিতীয় স্তরের প্রচার, চলবে ২০ জুন পর্যন্ত। এই দফায় লোকসভা এবং বিধানসভা স্তরে প্রচার চালানো হবে। বিজেপি শাসিত রাজ্যগুলিতে এই প্রচারে মুখ্যমন্ত্রী আর উপমুখ্যমন্ত্রীরা অংশ নেবেন। আর অবিজেপি শাসিত মূলত সে রাজ্যের বিরোধী দল নেতা এবং দলের রাজ্য সভাপতিরা সামিল হবেন। ওই দফায় প্রতিটি রাজ্যের বিভিন্ন সংবাদমাধ্যমের সম্পাদক বা শীর্ষস্থানীয় কেউ আর সোস্যাল মিডিয়ার নানা প্রভাবশালী ব্যক্তিত্বদের সঙ্গে আলোচনায় বসবেন তাঁরা।
এরপর তৃতিয় দফায় প্রচার শুরু হবে ২০ জুন থেকে ৩০ জুন পর্যন্ত। এই দফায় একেবারে বাড়ি-বাড়ি প্রচারে যাবেন বিজেপি নেতারা।