গোয়ায় বিজেপির ১৩ জন বিধায়কের পাশাপাশি সমর্থন আরও ৮ বিধায়কের ৷ MGP-র ৩, GFP-র-৩ ও দুই নির্দলের সমর্থন নিয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে সফল বিজেপি ৷ মোট ২১ বিধায়কের সমর্থন, দাবি পারিকরের ৷ শপথ গ্রহণের ১৫ দিনের মধ্যে আস্থা ভোট দিয়ে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে পারিকরকে ৷
কেন্দ্রীয় সড়ক পরিবহনমন্ত্রী নীতিন গড়করি বলেন, “গোয়ার মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার আগে মনোহর পারিকর প্রতিরক্ষা মন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন।” সাংবাদিক বৈঠক করে পরে মনোহর পারিকর বলেন, “মন্ত্রী হিসেবে এতদিন যা করেছি ভালবেসে করেছি। দেশবাসীর জন্য কাজ করেছি। আমার গর্ব হয় কারণ আমাদের সরকারের বিরুদ্ধে কোনও দুর্নীতির অভিযোগ নেই।”
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 13, 2017 8:56 AM IST