আরও পড়ুন: প্রবীণদের বিনামূল্যে চিকিৎসা! ক্ষমতায় ফিরতে মরিয়া, বড় ঘোষণা কেজরিওয়ালের
‘এক দেশ এক নির্বাচন’ বিল পাস হওয়া নিয়ে রীতিমত সরগরম ছিল দেশের রাজনীতি। শাসক-বিরোধী সংঘাতের মঙ্গলবার লোকসভায় পাস হয় এই বিল। মঙ্গলবার কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল এ সংক্রান্ত ১২৯তম সংবিধান সংশোধনী বিল এবং কেন্দ্রশাসিত অঞ্চল আইন (সংশোধনী) বিল সংসদের নিম্নকক্ষে পেশ করেন।
advertisement
বিরোধীদের ‘ডিভিশনের’ দাবি মেনে ভোটাভুটি হয়। দেখা যায় নিম্নকক্ষে বিলের পক্ষে ভোট পড়েছে ২৬৯টি। বিলের বিপক্ষে ভোট পড়ে ১৯৮টি। কিন্তু এনডিএ জোটের সাংসদের সংখ্যা মোট ২৯৩।
আরও পড়ুন: আম্বেদকর মন্তব্যে ঝড় রাজ্যসভা-লোকসভায়, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে রাহুল-খাড়গে
ভোটাভুটির কথা মাথায় রেখে আগে থেকেই হুইপ জারি করা হয়েছিল। অর্থাৎ, ওই নির্দিষ্ট দিনে হাজির থাকতে বলা হয়েছিল শাসক তথা জোট সরকারের প্রত্যেক সাংসদকে। কিন্তু, ওইদিন গরহাজির ছিলেন বহু সাংসদ। গরহাজির ছিলেন নীতিন গডকড়ির গিরিরাজ সিং-য়ের মতন হেভিওয়েট মন্ত্রীরাও। এরপরেই পদক্ষেপের সিদ্ধান্ত নেয় দল। সূত্রের খবর, কুড়ি জন অনুপস্থিত সাংসদরা আগে থেকে দলকে অনুপস্থিতির বিষয়টি আগে থেকে জানিয়েছিলেন কিনা তাও খতিয়ে দেখা হবে।