মধ্যপ্রদেশের নরসিংহপুর আসন থেকে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ প্যাটেলকে প্রার্থী করেছিল বিজেপি৷ শেষ খবর পাওয়া পর্যন্ত ১৫ হাজারের বেশি ভোটে এগিয়ে ছিলেন তিনি৷ আবার আর এক বিজেপি সাংসদ নরেন্দ্র সিং তোমারকে দিমানি আসন থেকে প্রার্থী করেছিল দল৷ তিনিও প্রায় ২৭০০ ভোটে এগিয়ে৷ তবে নিওয়াস কেন্দ্রের প্রার্থী কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী ফগন সিং কুলাস্তে আবার পিছিয়ে রয়েছেন৷ তবে জবলপুর পশ্চিম কেন্দ্র থেকে প্রায় ২৩ হাজার ভোটে এগিয়ে ছিলেন জবলপুরেরই সাংসদ রাকেশ সিং৷
advertisement
আরও পড়ুন: ‘লক্ষ্মীর ভাণ্ডারে’র কায়দায় ‘লাডলি বহেন’! মমতার পথে হেঁটেই মধ্যপ্রদেশে বাজিমাত বিজেপির?
এছাড়াও গাদরওয়ারা কেন্দ্র থেকে প্রার্থী হওয়া বিজেপি সাংসদ উদয় প্রতাপ সিং, সিধি আসনের প্রার্থী আর এক সাংসদ রিতি পাঠকরাও এগিয়ে রয়েছেন৷
রাজস্থানেও জয়পুর গ্রামীণ কেন্দ্রের সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোর ঝোটওয়ারা কেন্দ্র থেকে প্রায় ৫০ হাজার ভোটে এগিয়ে রয়েছেন৷ রাজসমান্দ কেন্দ্রের সাংসদ এবং বিদ্যাধর নগর কেন্দ্রের প্রার্থী দিয়া কুমারী প্রায় ৫৬ হাজার ভোটে এগিয়ে ছিলেন৷ আলওয়ারের সাংসদ বাবা বালকনাথ তিজারা কেন্দ্র থেকে ৯ হাজারের বেশি ভোটে এগিয়ে ছিলেন৷ তবে মান্ডওয়া কেন্দ্রে থেকে প্রার্থী নরেন্দ্র কুমার সাড়ে ১৭ হাজার ভোটে পিছিয়ে ছিলেন৷
ছত্তিশগড়েও একই কৌশল নিয়েছিল বিজেপি৷ যদিও সেখানে মু্খ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের বিরুদ্ধে প্রার্থী হওয়া বিজেপি সাংসদ বিজয় বাঘেল অবশ্য শেষ খবর পাওয়া পর্যন্ত প্রায় সাড়ে সাত হাজার ভোটে পিছিয়ে ছিলেন৷
আর এক কেন্দ্রীয় মন্ত্রী রেনুকা সিং অবশ্য ভারতপুর-সোনহাট কেন্দ্র থেকে চার হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন৷ পাঠালগাঁও কেন্দ্র থেকে এগিয়ে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী গোমতি সাই৷