TRENDING:

Draupadi Murmu: 'আমি মাটির মেয়ে', চমকের নাম দ্রৌপদী মুর্মু, বৃহস্পতিবার সেই দিন!

Last Updated:

Draupadi Murmu: শুক্রবার রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র দাখিল করবেন দ্রৌপদী মুর্মু।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: আগামিকাল, শুক্রবার মনোনয়নপত্র জমা দেবেন বিজেপি তথা এনডিএ এর রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মূর্মু। আজ সকালে দিল্লি আসেন তিনি। রাজধানী পৌঁছেই একের পর এক কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতার সঙ্গে সাক্ষাৎ করলেন তিনি। সকালে পৌঁছেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে সাক্ষাৎ করেন দ্রৌপদী। সন্ধ্যায় সাক্ষাৎ করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে। তার আগে দুপুরে তিনি দেশের উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুর সঙ্গে দেখা করেন দ্রৌপদী মূর্মু। প্রত্যেক কেন্দ্রীয় মন্ত্রী এবং নেতা দলের রাষ্ট্রপতি পদপ্রার্থীর সঙ্গে সাক্ষাৎ টুইট করেছেন এবং তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।
শুক্রে দ্রৌপদী মুর্মুর মনোনয়ন
শুক্রে দ্রৌপদী মুর্মুর মনোনয়ন
advertisement

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটারে লেখেন, "শ্রীমতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করলাম। সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ তাঁর রাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন। সমাজের একবারে তৃণমূলস্তরের সমস্যা বুঝতে পারা এবং ভারতের উন্নয়নের জন্য তাঁর দুরদৃষ্টি অসাধারণ।" উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু টুইটারে লিখেছেন, "ঝাড়খণ্ডের প্রাক্তন রাজ্যপাল এবং এনডিএ এর রাষ্ট্রপতি পদপ্রার্থী শ্রীমতি দ্রৌপদী মুর্মু উপরাষ্ট্রপতিভবনে এসে উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুর সঙ্গে সাক্ষাৎ করলেন।" আদিবাসী নেত্রী থেকে রাজ্যপাল হওয়া দ্রৌপদী জানিয়েছেন, টেলিভিশন মারফত তাঁর রাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়ার খবর জানতে পেরে তিনি অবাক এবং আনন্দিত! “আমি যেমন বিস্মিত, তেমনই আনন্দিত। প্রত্যন্ত ময়ূরভঞ্জ জেলার একজন উপজাতীয় মহিলা হিসাবে আমি দেশের শীর্ষ পদের প্রার্থী হওয়ার কথা ভাবিওনি,"। তিনি জানান রাষ্ট্রপতি পদের জন্য একজন উপজাতীয় মহিলাকে মনোনীত করার যে সিদ্ধান্ত বিজেপি নিয়েছে তা ‘সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস’ স্লোগানেরই প্রতিফলন।

advertisement

আরও পড়ুন: ২৩ সেকেন্ডের কথোপকথন! বগটুই কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে তিনি রাজ্যের ক্ষমতাসীন বিজেডির সমর্থন পাবেন কিনা জিজ্ঞাসা করা হলে দ্রৌপদী মুর্মু বলেন, “আমি ওড়িশা বিধানসভার সমস্ত সদস্য এবং সাংসদদের সমর্থন পাওয়ার ব্যাপারে আশাবাদী।”  দ্রৌপদী আরও বলেন, “আমি মাটির মেয়ে। একজন ওড়িয়া হিসাবে আমাকে সমর্থন করার জন্য সকল সদস্যকে অনুরোধ করার অধিকার আমার আছে।”

advertisement

আরও পড়ুন: শ্বশুরবাড়িতে আগুন ধরিয়ে নিজেকেও জ্বালিয়ে দিল জামাই! কাটোয়ায় এ কী হাড়হিম ঘটনা

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

সাঁওতাল সম্প্রদায়ে জন্মগ্রহণকারী দ্রৌপদী মুর্মু ১৯৯৭ সালে রায়রাংপুর নগর পঞ্চায়েতের কাউন্সিলর হিসাবে নিজের রাজনৈতিক কর্মজীবন শুরু করেন এবং ২০০০ সালে বিজেডি-বিজেপি সরকারের মন্ত্রী এবং পরে ২০১৫ সালে ঝাড়খণ্ডের রাজ্যপাল নির্বাচিত হন। রায়রাংপুরের প্রাক্তন বিধায়ক দ্রৌপদী মুর্মু বলেন, “আমি এই সুযোগ আশা করিনি। প্রতিবেশী ঝাড়খণ্ডের রাজ্যপাল হওয়ার পর আমি ছয় বছরের বেশি কোনও রাজনৈতিক অনুষ্ঠানে যোগ দিইনি। আশা করি সবাই আমাকে সমর্থন করবেন।”

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Draupadi Murmu: 'আমি মাটির মেয়ে', চমকের নাম দ্রৌপদী মুর্মু, বৃহস্পতিবার সেই দিন!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল