News18-IPSOS বুথ ফেরত সমীক্ষা বলছে জেনারেল কাস্টের অন্তর্গত নতুন ভোটারদের মধ্যে প্রায় ৪১.৬% ভোট দিয়েছে বিজেপিকে, কংগ্রেসের ঝুলিতে গিয়েছে ১৬.৬% ভোট ও অন্যান্যরা পেয়েছে ৪১.৮% । তপশিলী জাতির নতুন ভোটারদের ৩৬.৬% ভোট গিয়েছে বিজেপিতে, ১৬.৮% ভোট দিয়েছে কংগ্রেসকে ও অন্যান্যরা পেয়েছেন ৪৬.৬% ভোট । তপশিলী উপজাতির অন্তর্ভুক্ত নতুন ভোটারদের ৪৫.৩% ভোট দিয়েছে বিজেপিকে, ৩০.৪% ভোট দিয়েছে কংগ্রেসকে ও অন্যান্যরা পেয়েছে ২৪.৩% ভোট।
advertisement
স্বাভাবিকভাবেই, জেনারেল কাস্ট নতুন ভোটারদের নিরিখে বিজেপি-NDA জোট পেতে পারে ৫০.৮% ভোট ও কংগ্রেস-UPA ২২.৭% ভোট ও অন্যান্যরা পেতে পারেন ২৬.৫% ভোট ।
তপশিলী জাতির নতুন ভোটারদের নিরিখে বিজেপি-NDA জোট পেতে পারে ৪৫.০% ভোট, কংগ্রেস-UPA ২২.৭% ভোট ও অন্যান্যরা পেতে পারেন ৩২.২% । তপশিলী উপজাতির নতুন ভোটারদের নিরিখে বিজেপি-NDA জোট পেতে পারে ৫৫.৫%, কংগ্রেস-UPA পেতে পারে ৩৩.১% ভোট ও অন্যান্যরা পেতে পারে ১৬.৩% ভোট।