এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিদায়ী বিজেপি সভাপতি জেপি নাড্ডা, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং বেশ কয়েকজন কেন্দ্রীয় মন্ত্রী সহ বিজেপির জ্যেষ্ঠ নেতারা। নতুন দায়িত্ব পাওয়ার পরে তাঁকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও৷
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘‘বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির সভাপতি হওয়ার জন্য আমি নিতিন নবীনকে অভিনন্দন জানাই। দলকে শক্তিশালী করার ক্ষেত্রে তাদের অবদানের জন্য আমি সমস্ত প্রাক্তন সভাপতিদের ধন্যবাদ জানাই৷’
advertisement
বিহার নির্বাচনের ফলাফল প্রকাশের পরে, গত ১৪ ডিসেম্বর, ২০২৫ বিজেপির সর্বভারতীয় কার্যনির্বাহী সভাপতি হিসাবে নিযুক্ত করা হয়েছিল৷ সোমবারই বিজেপির সংগঠন পর্বের জাতীয় রিটার্নিং অফিসার ডঃ কে লক্ষ্মণ জানিয়ে দিয়েছিলেন, প্রত্যাহারের সময়কালের পরে জাতীয় সভাপতি পদের জন্য কেবল একটি নাম – নিতিন নবীনই প্রস্তাব করা হয়েছে৷ তখনই কার্যত পরিষ্কার হয়ে গিয়েছিল নবীনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসাবে নির্বাচিত হচ্ছেন৷
নিতিন নবীন, বিজেপির নবনিযুক্ত সর্বভারতীয় সভাপতি৷
বর্তমানে বিহারের পিডব্লিউডি মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করছেন নবীন এবং পটনার বাঁকিপুর বিধানসভা কেন্দ্র থেকে ৫ বারের জয়ী বিধায়ক৷
শুধু তাই নয়, নিতিনের বংশ পরিচয়ও তাঁর এক বিরাট পরিচয়৷ তিনি বিজেপি স্টলওয়ার্ট এবং প্রাক্তন বিধায়ক নবীন কিশোর প্রসাদ সিনহার সুপুত্র৷ বাবার মৃত্যুর পরে উপ নির্বাচনে বিরাট মার্জিনে জিতে ২০০৬ সালে মাত্র ২৬ বছর বয়সে রাজনীতিতে হাতেখড়ি নিতিনের৷
