দিল্লির এনডিএমসি কনভেনশন সেন্টারে আজ, সোমবার থেকে শুরু হচ্ছে পদ্মশিবিরের সাংগঠনিক স্তরের এই সর্বোচ্চ পর্যায়ের বৈঠক। এদিনের বৈঠকে উপস্থিত থাকবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা।
আরও পড়ুন: 'তখনও দুজন বেঁচে ছিল'! ভয়াবহ অভিজ্ঞতা শোনালেন প্রত্যক্ষদর্শী, প্রশ্নের মুখে 'চিনের' তৈরি বিমানবন্দর
advertisement
বৈঠকে যোগ দেওয়ার আগে দিল্লির পটেল চক থেকে পার্লামেন্ট স্ট্রিট পর্যন্ত একটি রোড শো করবেন মোদি। আগে এই রোড শো মঙ্গলবারের জন্য নির্ধারিত থাকলেও পরে কর্মসূচিতে বদল আনে বিজেপি।
গুজরাতের বিধানসভা নির্বাচনে ল্যান্ড স্লাইড ভিক্ট্রির পরে এই প্রথম এত উচ্চ পর্যায়ের কোনও বৈঠক হতে চলেছে বিজেপিতে। এর আগে গুজরাতেও ৫ ঘণ্টা ধরে ৫০ কিলোমিটার রোড শো করেছিলেন মোদি।
প্রধানমন্ত্রীর রোড শো ঘিরে সোমবার সকাল থেকেই দিল্লির একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়। দিল্লি পুলিশের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, "সংসদ মার্গের পটেল চক থেকে জয় সিং রোডের ডাংশন পর্যন্ত বিজেপি একটি রোড শো-র করবে। দুপুর ৩টের পর থেকে এই রোড শো শুরু হওয়ার কথা। রোড শো-এর নেতৃত্বে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই রোড শো য়ের জন্য যাতে দিল্লির পথঘাটে কোনও যানজটের সৃষ্টি না হয়, তার পূর্ণাঙ্গ চেষ্টা করবে প্রশাসন।"
মোদির এই রোড শো নিয়ে কিন্তু কটাক্ষ করতে ছাড়েনি কংগ্রেস। কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেন, "দিল্লিতে ভারত জোড়ো যাত্রার সাফল্য দেখে ভয় পেয়েছে বিজেপি। তাই রোড শো এর নামে এভাবে প্রহসন করছে।" প্রসঙ্গত, গত সপ্তাহেই দিল্লিতে ঢুকেছে রাহুল গান্ধির ভারত জোড়ো যাত্রা। সেই যাত্রায় যোগ দিয়েছিলেন বোন প্রিয়াঙ্কাও।
আরও পড়ুন: প্রসববেদনা সত্ত্বেও নিয়ে যায়নি হাসপাতালে, বাড়িতেই চতুর্থ সন্তানের জন্ম দেওয়ার সময় মৃত তরুণী
বিজেপি সূত্রের খবর সোমবার বিকেল ৪টে থেকে কনভেনশন সেন্টারে মূল বৈঠক শুরু হবে। চলবে ১৭ জানুয়ারি বিকেল ৪টে পর্যন্ত। কিন্তু মূল বৈঠক হওয়ার আগে সোমবার সকালে নয়াদিল্লিতে বিজেপির কার্যালয় আরও একটি বৈঠক করবেন বিজেপির জাতীয় পদাধিকারী নেতৃত্বেরা। সকাল ১০টা থেকে দুপুর ২ টো পর্যন্ত এই বৈঠক হওয়ার কথা।
চলতি মাসেই শেষ হচ্ছে বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসাবে তিন বছরের মেয়াদ শেষ হচ্ছে জে পি নাড্ডার। কিন্তু চব্বিশের নির্বাচনেও দলীয় নেতৃত্বের শীর্ষপদে তাঁকেই রাখতে চান মোদি-শাহ সহ বিজেপির শীর্ষনেতৃত্ব। বিজেপির সভাপতি হিসাবে নাড্ডার মেয়াদবৃদ্ধির বিষয়েও ঘোষণা করা হতে পারে এই বৈঠকে।