TRENDING:

গাড়ি বিক্রি যদি কমেই যায় তাহলে রাস্তায় ট্র্যাফিক জ্যাম কেন! সংসদে প্রশ্ন করে হাসালেন বিজেপি সাংসদ

Last Updated:

বিজেপি সাংসদের দাবি এই শিল্পে কোনও সমস্যা নেই, শুধুমাত্র কুৎসা রটানোর জন্য বিরোধীরা এই ধরণের প্রচার করছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: পেঁয়াজ বা ধর্ষণ নিয়ে একাধিকবার যুক্তিহীন মন্তব্য শোনা গিয়েছে সংসদে৷ তারই সঙ্গে যুক্তি হল আরও অটোমোবাইল শিল্পের মন্দা নিয়ে একটি মন্তব্য, যা রীতিমত অযৌক্তিক৷ নিজের আজব যুক্তি সাজিয়ে হাস্যকর মন্তব্য করে বসলেন বিজেপি সাংসদ বালিয়া বিরেন্দ্র সিং৷ তার মতে অটোমোবাইল শিল্পে কোনও দুঃসময় আসেনি৷ এটা বোঝাতে গিয়ে তিনি এমন একটি উদাহরণ দিয়েছেন যা শুনে হতবাক সকলে৷
advertisement

আরও পড়ুনউন্নাওয়ে ধর্ষিতার গায়ে ঢালা হল কেরোসিন তারপর জ্বালিয়ে দেওয়া হল! ৯০% পুড়লো দেহ...

তিনি বলছেন যে সত্যিই যদি এই শিল্পে মন্দা আসত তাহলে রাস্তায় ট্র্যাফিক জ্যাম হত না৷ কিন্তু ট্র্যাফিক জ্যাম তো হচ্ছে৷ অর্থাৎ রাস্তায় গাড়ি প্রচুর রয়েছে যা প্রমাণ করে যে কোনও মন্দা আদৌ নেই৷ বিজেপি সাংসদের দাবি এই শিল্পে কোনও সমস্যা নেই, শুধুমাত্র কুৎসা রটানোর জন্য বিরোধীরা এই ধরণের প্রচার করছে ৷

advertisement

বাস্তবে অটোমোবাইল শিল্পে যথেষ্ট মন্দার সাক্ষী থেকেছে গোটা দেশ৷ বছরের শুরু থেকেই বিক্রির হার ছিল নিম্নমুখী৷ অক্টোবর মাস থেকে যদিও বিক্রির হার কিছুটা বেড়েছে৷ অন্যদিকে এই একই বিষয় নিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনও জানিয়েছিলেন যে যুব সম্প্রদায় নিজস্ব গাড়ি ছেড়ে অ্যাপ ক্যাবের দিকে ঝুঁকছে৷ তাই এই পতন!

বাংলা খবর/ খবর/দেশ/
গাড়ি বিক্রি যদি কমেই যায় তাহলে রাস্তায় ট্র্যাফিক জ্যাম কেন! সংসদে প্রশ্ন করে হাসালেন বিজেপি সাংসদ