আরও পড়ুনউন্নাওয়ে ধর্ষিতার গায়ে ঢালা হল কেরোসিন তারপর জ্বালিয়ে দেওয়া হল! ৯০% পুড়লো দেহ...
তিনি বলছেন যে সত্যিই যদি এই শিল্পে মন্দা আসত তাহলে রাস্তায় ট্র্যাফিক জ্যাম হত না৷ কিন্তু ট্র্যাফিক জ্যাম তো হচ্ছে৷ অর্থাৎ রাস্তায় গাড়ি প্রচুর রয়েছে যা প্রমাণ করে যে কোনও মন্দা আদৌ নেই৷ বিজেপি সাংসদের দাবি এই শিল্পে কোনও সমস্যা নেই, শুধুমাত্র কুৎসা রটানোর জন্য বিরোধীরা এই ধরণের প্রচার করছে ৷
advertisement
বাস্তবে অটোমোবাইল শিল্পে যথেষ্ট মন্দার সাক্ষী থেকেছে গোটা দেশ৷ বছরের শুরু থেকেই বিক্রির হার ছিল নিম্নমুখী৷ অক্টোবর মাস থেকে যদিও বিক্রির হার কিছুটা বেড়েছে৷ অন্যদিকে এই একই বিষয় নিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনও জানিয়েছিলেন যে যুব সম্প্রদায় নিজস্ব গাড়ি ছেড়ে অ্যাপ ক্যাবের দিকে ঝুঁকছে৷ তাই এই পতন!
Location :
First Published :
December 05, 2019 10:17 PM IST