শুধু তাই নয়, বীজপুর কেন্দ্র থেকে মুকুল-পুত্র শুভ্রাংশুর পরাজয় নিয়েও এদিন সুর চড়ান সৌমিত্র। বলেন, 'নিজের জায়গা বীজপুর থেকেও নিজের ছেলেকে জেতাতে পারেননি মুকুল রায়। তাই তিনি কোনও মতেই চাণক্য নন।' সেইসঙ্গেই সৌমিত্র জানান, তিনি যেহেতু এখন দিল্লিতে, তাই সেখানেই মাথা মুন্ডন করবেন তিনি। এর আগেও অবশ্য মাথা মুন্ডন করেছিলেন সৌমিত্র। এবার মুকুল-বিদায়ে 'শুদ্ধ' হবেন এতদিন তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত সৌমিত্র।
advertisement
কিন্তু দলবদলের জল্পনার মধ্যেই গত রবিবার মুকুল রায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সৌমিত্র খাঁ। গত রবিবারই নিজের সংসদীয় এলাকায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বৈঠকে উপস্থিত না থেকে তিনি গিয়েছিলেন মুকুলের সঙ্গে দেখা করতে। যদিও সেই বৈঠক থেকে বেরিয়েই তিনি বলে দিয়েছিলেন ‘বিজেপি ছাড়ার কোনও মানসিকতা আমার নেই।’ তবে, সংযোজন করেছিলেন, 'মুকুল দার কাছে আমার রাজনীতির হাতে খড়ি। কাকিমার শরীর খারাপ শুনলাম। তাই খোঁজ খবর নিতে এসেছি। রাজনীতি নিয়েও আলোচনা হয়েছে।'
আর মঙ্গলবার কলকাতার হেস্টিংস পার্টি অফিসে বসেছিল বিজেপির রাজ্য কর্মসমিতির বৈঠক। সেখান থেকে বেরিয়েও সাংবাদিকদের প্রশ্নের মুখে সৌমিত্র খাঁ বলেছিলেন, ‘যেদিন অভিষেক বিজেপিতে আসবে সেদিন আমি তৃণমূলে যাব।’ বিধানসভা নির্বাচনে সময় থেকেই সৌমিত্র খাঁর রাজনৈতিক অবস্থান জল্পনা শুরু হয়েছিল। বিধানসভা ভোটের মুখে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন সৌমিত্রের স্ত্রী সুজাতা। তার পর থেকে সৌমিত্রও তৃণমূলে যেতে পারেন বলে জল্পনা চলছিল। এরই মাঝে সৌমিত্রর তৈরি যুব মোর্চার সমস্ত জেলা কমিটি ভেঙে দেন দিলীপ ঘোষ। কিন্তু শেষমেশ বিজেপিতেই আছেন বলে এদিনও জানিয়ে দিলেন সৌমিত্র।