বিজেপি সাংসদ পরভেশ সোমবার সটান একটি মদের বোতল নিয়ে লোকসভায় হাজির হন (BJP MP Brings Liquor Bottle in Parliament)৷ তাঁর অভিযোগ, দিল্লির আপ সরকার রাজধানীতে মদ বিক্রি বাড়ানোয় মদত দিচ্ছে৷তারই প্রতিবাদে সংসদে মদের বোতল নিয়ে হাজির হন তিনি৷ মদের বোতল নিয়ে অধিবেশন কক্ষের ভিতরেও চলে যান পরভেশ৷
আরও পড়ুন: মোদি, সোনিয়া, প্রিয়াঙ্কা চোপড়া- বিহারের টিকা কেন্দ্রে ভ্যাকসিন নিয়েছেন সবাই!
advertisement
জিরো আওয়ারে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি সাংসদ বলেন, মদ বিক্রি বাড়াতে রাজস্ব নীতি নতুন করে সাজিয়েছে দিল্লি সরকার৷ করোনা অতিমারির দ্বিতীয় ঢেউয়ের সময় মানুষ যখন অক্সিজেনের জন্য হন্যে হয়ে ঘুরছে, তখন সেদিকে মন না দিয়ে মদ বিক্রি বাড়াতেই ব্যস্ত ছিল দিল্লি সরকার৷
আরও পড়ুন: রাজ্যসভা বয়কটের পথে বিরোধীরা, কংগ্রেসের বৈঠক এড়ালেও থাকবে তৃণমূল
অধিবেশন কক্ষের ভিতরে মদের বোতল দেখিয়ে পরভেশ দাবি করেন, আপ সরকারের নতুন রাজস্ব নীতি অনুযায়ী মদ কেনার জন্য ন্যূনতম বয়স কমিয়ে দেওয়া হয়েছে৷ পাশাপাশি ভোর তিনটে পর্যন্ত মদের দোকান খুলে রাখারও অনুমতি দেওয়া হয়েছে৷ এ ছাড়াও রাত বারোটা থেকে ভোর তিনটে পর্যন্ত পিঙ্ক বার-এ মহিলারা মদ্যপান করলে বিশেষ ছাড় দেওয়া হবে৷
বিজেপি সাংসদ কটাক্ষের সুরে অভিযোগ করেন, দিল্লিবাসীকে পরিস্রুত পানীয় জলের প্রতিশ্রুতি দিয়েছিল অরবিন্দ কেজরিওয়াল সরকার৷ কিন্তু সেই প্রতিশ্রুতি পূরণ না করে এখন রাজধানীতে মদের জোগান বাড়ানোর ব্যবস্থা করে দিচ্ছে আপ সরকার৷