TRENDING:

করোনা যুদ্ধে জয়ী হোক দেশ, শান্তি কামনায় বিজেপি সাংসদের মহাযজ্ঞের আয়োজন

Last Updated:

অক্ষয় তৃতীয়াতে মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়েছিল তাই এইদিনই আরএসএসের পক্ষ থেকে দেশের শান্তির জন্য যজ্ঞের আয়োজন করা হয়েছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: সারা বিশ্ব এই মুহূর্তে কাঁপছে করোনা ভাইরাসের দাপটে যেন কাঁপছে বিশ্বের প্রতিটি দেশেই করোনা ত্রাসে মানুষ কোণঠাসা হয়ে পড়েছেন ৷ রাতদিন শুধুই আতঙ্কে কাটাচ্ছেন ৷ এরই মাঝে দেশকে মুক্তি দিতে করোনা মুক্ত দেশের ইচ্ছায় গোরক্ষপুরের বিজেপি সাংসদ তথা অভিনেতা রবি কিশন এক মহাযজ্ঞ করেছেন ৷ শনিবার তাঁর মুম্বইয়ের বাড়িতে তিনি যজ্ঞে আহুতি দিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন যাতে খুব তাড়াতাড়ি গোটা দেশ থেকে করোনা বিদায় নেয় ৷
advertisement

এই বিষয়েই বিজেপি সাংসদ জানিয়েছেন ভারতীয় সংস্কৃতিতে যজ্ঞের এক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ৷ যজ্ঞের মাধ্যমে প্রাকৃতিক পরিবেশকে স্বচ্ছ রাখার পিছনেও এক বৈজ্ঞানিক ব্যাখ্যাও আছে ৷ আজ অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিনে আরএসএসের পক্ষ থেকে যজ্ঞের আয়োজন করা হয়েছে ৷ একইসঙ্গে আজ অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিনেই মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়েছিল ৷ তাই আজকের যজ্ঞ একটি বিশেষ তাৎপর্য রাখে এমনটাই দাবি করেছেন তিনি ৷ প্রসঙ্গত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ মন কী বাতে বলেছেন করোনা সংক্রমণ নিয়ে বক্তব্য রেখেছেন ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

কঠিন সময়ে সবাইকে একজোট হয়ে লড়তে হবে, তবেই করোনার মত মহামারীর বিরুদ্ধে লড়া সম্ভব, তবেই আসবে সাফল্য ৷ এমনটাই ফের মনে করিয়ে দিয়েছেন ৷

বাংলা খবর/ খবর/দেশ/
করোনা যুদ্ধে জয়ী হোক দেশ, শান্তি কামনায় বিজেপি সাংসদের মহাযজ্ঞের আয়োজন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল