অভিযুক্ত বিজেপি বিধায়কের আরও দাবি, 'আপনারা যদি ভাল করে ভিডিওতে আমাকে দেখেন, তাহলে বুঝবেন আমার মাথা উপরের দিকে ছিল। আমি স্মার্টফোন ব্যবহার করি ঠিকই৷ কিন্তু আমি সেভাবে ব্যবহার করতে পারি না৷ এটা বলতে আমার লজ্জা নেই৷ আপনারা ভাল করে দেখবেন, আমি মোবাইলের দিকে চেয়ে ছিলাম না৷ আমি ব্যাক বাটন প্রেস করে ভিডিও সরিয়ে দিয়েছি৷ কিন্তু কয়েক সেকেন্ড ওই ভিডিও আমার স্ক্রিনে ছিল। সেই সময় কেউ বা কারা জুম করে সেই ভিডিও তোলে। আমার মনে হয় চক্রান্ত করে কেউ আমাকে ফাঁসানোর জন্য এটা করেছে। ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় দিয়েছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হতে পারে৷'
advertisement
আরও পড়ুন: প্রেম-ভালবাসা-সন্তান ধারণের জন্য ১ দিন করে ছুটি ঘোষণা ৯ কলেজের, কোথায় জানেন?
যাদব লালের বিধানসভায় বলে অশ্লীল ভিডিও দেখার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ছ'বছরের জন্য বিধানসভা থেকে যাদবকে বহিষ্কারের দাবি করেছেন রাজ্যের বিরোধী দল তিপ্রামোথার বিধায়ক ও বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা। এ ঘটনায় তিনি বিজেপির দৃষ্টি আকর্ষণ করে বলেন, 'কংগ্রেস নেতা রাহুল গান্ধি নির্বাচনী সভায় বক্তব্য দিতে গিয়ে একটি কথা বলেছিলেন, এতে তাঁর সংসদ সদস্য পদ খারিজ হল। ত্রিপুরা বিধানসভায় বসে বিধায়কের এমন কাজে বিজেপির ভাবমূর্তি কি নষ্ট হয়নি? তাহলে যাদবকে কেন বরখাস্ত করা হবে না?'
আরও পড়ুন: একদিনে করোনার বলি ৪! সাবধান, ফের দেশজুড়ে থাবা বসাচ্ছে কোভিড ১৯
এ সময় বিধায়কের চেয়ারকে গঙ্গাজলে ধুয়ে বিধানসভায় আনার দাবিও করেন অনিমেষ। অশ্লীল ভিডিও দেখার ঘটনায় তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বিধানসভার স্পিকারের প্রতি আহ্বান জানিয়ে অনিমেষ বলেন, 'যাদব যেন আগামী ছয় বছর বিধানসভায় আসতে না পারেন, সে ব্যবস্থা করা জরুরি।'