TRENDING:

'আত্মহত্য়া কে না করে' বিজেপি মন্ত্রীর বেফাঁস মন্তব্য়ে সমালোচনার ঝড় সব মহলে

Last Updated:

মন্ত্রীদের ক্রমাগত লাগাম ছাড়া মন্তব্যের জেরে দল ও সরকারকে বিড়ম্বনায় পড়তে হয়েছে বিভিন্ন সময়ে ৷ এই অভ্যাসে রাশ টানতেই প্রধানমন্ত্রী কখনও সরাসরি কখনও বিভিন্ন বার্তায় মন্ত্রীদের পরামর্শ দিয়েছেন ৷ সব সময় বলার থেকে বেশির ভাগ সময়ে শোনার অভ্যাস করাও জরুরি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মধ্যপ্রদেশ: দলীয় মন্ত্রীদের ক্রমাগত লাগাম ছাড়া মন্তব্যের জেরে দল ও সরকারকে বিড়ম্বনায় পড়তে হয়েছে বিভিন্ন সময়ে ৷ এই অভ্যাসে রাশ টানতেই প্রধানমন্ত্রী কখনও সরাসরি কখনও বা বিভিন্ন বার্তায় মন্ত্রীদের পরামর্শ দিয়েছেন ৷ সব সময় বলার থেকে বেশির ভাগ সময়ে শোনার অভ্যাস করাও জরুরি ৷
advertisement

আরও পড়ুন :  খুলল কেদারনাথ মন্দিরের মূল ফটক, ভক্ত সমাগমে মন্দির চত্বরে উৎসবের মেজাজ

প্রধানমন্ত্রীর পরামর্শেও পরিবর্তন হচ্ছেনা চিত্রের, রবিবার সিআইআই আয়োজিত একটি অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মধ্যপ্রদেশের শ্রম ও কৃষককল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী বালকৃষ্ণ পাটিদার বলেন, আত্মহত্যা কে না করেন ?

advertisement

আরও পড়ুন :  ভারতীয় শিল্পীদের প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী

সেরা ভিডিও

আরও দেখুন
৭০০ টাকায় শুরু, এখন মাসে হাজার হাজার টাকা রোজগার 'এই' গৃহবধূর! তাঁর সাফল্যে অনুপ্রণিত বহু
আরও দেখুন

সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের আত্মহত্যার ঘটনাকে উল্লেখ করে তাঁর মন্তব্য একমাত্র যিনি আত্মহত্য়া করছেন তিনিই শুধু জানেন আত্মহত্যার কারণ । বাকিরা সবাই শুধু সেই কারণ আন্দাজ করতে পারেন ৷ শিবরাজ সিং চৌহান মন্ত্রীসভার এক মন্ত্রীর এমন মন্তব্যে সমালোচনার ঝড় উঠেছে সব মহলে ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
'আত্মহত্য়া কে না করে' বিজেপি মন্ত্রীর বেফাঁস মন্তব্য়ে সমালোচনার ঝড় সব মহলে