চলতি সপ্তাহের বৃহস্পতিবার থেকে সেই নতুন বাড়িতে থাকা শুরু করেছেন বিজেপি নেত্রী। এরপরেই আজ বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ হতেই দেখা গেল এ বারেও আমেঠি থেকে লড়বেন এই হেভি ওয়েট। ২০১৯ -এ স্মৃতির কাছে হেরে যান টানা তিনবারের সাংসদ রাহুল গান্ধি।
আরও পড়ুনঃ সৌমেন্দু প্রার্থী হতেই বোমা কাটালেন বাবা! কাঁথির ‘ফল’ আগাম জানিয়ে দিলেন শিশির অধিকারী
advertisement
এদিকে, প্রয়াত সুষমা স্বরাজের মেয়ে বাঁশরী স্বরাজকে প্রার্থী করল বিজেপি। প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা-কন্যার লোকসভা নির্বাচনে অভিষেক হতে চলেছে। নয়াদিল্লি লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে লড়বেন বাঁশরী। বাঁশরী পেশায় আইনজীবী। ১৫ বছর ধরে আইনি পেশায় যুক্ত। ওয়ারউইক বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষায় স্নাতক হওয়ার পর তিনি লন্ডনের বিপিপি ল কলেজ থেকে আইন পাশ করেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধীনে সেন্ট ক্যাথরিনস কলেজ থেকে স্নাতকোত্তর হন বাঁশরী।
অন্যদিকে, লখনউ থেকে লড়বেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বারাণসী থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, গান্ধীনগর থেকে লড়বেন অমিত শাহ। প্রসঙ্গত, প্রথম দফায় ১৯৫ প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। বিজেপির প্রথম প্রার্থী তালিকায় ২৮ মহিলা প্রার্থীর নাম।