জয়পুর: কী ভয়ঙ্কর ঘটনা! রাজস্থানের আজমেরে এক স্থানীয় বিজেপি নেতা তার বান্ধবী সঙ্গে মিলে স্ত্রীকে খুন করলেন। ১০ অগাস্ট সংঘটিত এই অপরাধটি প্রাথমিকভাবে ডাকাতির নাটকীয় ঘটনা হিসেবে দেখানো হয়েছিল। কিন্তু শেষমেশ ধরা পড়ে গেলেন ওই বিজেপি নেতা।
advertisement
গত ১০ অগাস্ট ওই বিজেপি নেতার স্ত্রী সঞ্জু সাইনিকে মৃত অবস্থায় পাওয়া যায়। প্রথমে তার স্বামী রোহিত সাইনি দাবি করেন, অজ্ঞাত পরিচয় ডাকাতরা তার স্ত্রীকে হত্যা করে মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে গেছে। তবে তদন্তের সময় পুলিশ তার বক্তব্যে অসঙ্গতি খুঁজে পায়। দীর্ঘ জিজ্ঞাসাবাদের ফলে রোহিত খুনের কথা স্বীকার করে এবং ষড়যন্ত্রের কথা প্রকাশ করে।
পুলিশের দাবি, রোহিত স্বীকার করেছে যে সে তার বান্ধবীর সঙ্গে মিলে তার স্ত্রীকে হত্যা করেছে। তদন্তে জানা গেছে, রোহিত এবং ঋতু নামের ওই মহিলার দীর্ঘদিনের সম্পর্ক ছিল এবং তাদের সম্পর্কের মাঝে সঞ্জুকে তারা বাধা হিসেবে দেখতে শুরু করে। ঋতুর চাপে সঞ্জুকে পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য রোহিত নিজের স্ত্রীকে খুন করে এবং ঘটনাটিকে লুটপাটের ঘটনা হিসেবে দেখিয়ে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করে।
কিন্তু তাতেও হল না শেষরক্ষা। পুলিশ রোহিত সাইনিকে তার বান্ধবী ঋতুর সঙ্গে প্রধান অভিযুক্ত হিসেবে গ্রেফতার করেছে। আরও তথ্য সংগ্রহের জন্য উভয়কেই জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।